গত বছর সেপ্টেম্বরে তিনটি ওডিআই ও দু’টি টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা ছিলো নিউজিল্যান্ড ‘এ’ দলের। তবে রাজনৈতিক অস্থিতিশীলতা ও নিরাপত্তাজনিত কারণে এ সফর স্থগিত করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এবার আলোর মুখ দেখতে যাচ্ছে সেই সফর।
আজ (৪ মার্চ) `এ` দলের সিরিজ উপলক্ষ্যে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে নিউজিল্যান্ড থেকে আসা একদল প্রতিনিধি দল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম পর্যবেক্ষণ করেন।
এসময় বোর্ডের প্রতিনিধি হিসেবে কিউই প্রতিনিধিদের স্টেডিয়াম ঘুরিয়ে দেখান ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস।
যদিও সফরে কোন ফরম্যাটের কয়টি ম্যাচ খেলবে কিউইরা তা এখনও জানা যায়নি। তবে আগের সূচির মতোই একদিনের ও চারদিনের ম্যাচ থাকছে।
এই সফরের নিশ্চয়তার জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের ২ জন পরিদরসক বাংলাদেশে এসে এখানকার পরিস্থিতি ও আয়োজন দেখে গিয়েছেন। তাদের সন্তুষ্টির ভিত্তিতেই আলোর মুখ দেখতে যাচ্ছে বাংলাদেশ `এ` দল ও নিউজিল্যান্ড `এ` দলের মধ্যকার এই সিরিজ।