ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর এবার পাকিস্তান ক্রিকেট দলে লেগেছে দল বদলের হাওয়া। নিউজিল্যান্ডের সাথে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যেখানে টি-২০ দলে অধিনায়কত্ব হারিয়ে দল থেকে বাদ পড়েছেন রিজওয়ান আহমেদ। রাখা হয়নি অভিজ্ঞ ব্যাটার বাবর আজমকে
মঙ্গলবার (৪ মার্চ) নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হয়েছেন সালমান আঘা।
টি-টোয়েন্টিতে গত বছরের শেষ দিকে পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব নেন রিজওয়ান। তবে দায়িত্ব নেয়ার পর থেকে ৫টি ম্যাচ খেলে সবক’টিতেই হারে তারা। এরপর জিম্বাবুয়ে সফরে তাকে দল থেকে বিশ্রাম দিয়ে অধিনায়কত্ব দেয়া হয় আঘার কাধে।
টি-২০ দল থেকে বাদ পড়েছেন পেসার নাসিম শাহ। তবে দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন মোহাম্মদ হারিস। এছাড়াও দলে জায়গা ধরে রেখেছেন আরেক পেসার হারিস রউফ।
আগামী ১৬ মার্চ থেকে শুরু হবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের সিরিজ। এরপর খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে রিজওয়ানকেই। আছেন বাবরও। তবে এ ফরম্যাট থেকে বাদ পড়েছেন পেসার শাহিন আফ্রিদি।
আপনার মতামত লিখুন :