আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ২৬৪ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে অর্ধ শতক করেছেন স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি।
আজ মঙ্গলবার (৪ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে ব্যাটিং নেমে শুরুতেই হোচট খায় অজিরা। ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে উইকেটকিপার লোকেশ রাহুলের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন কর্নলি।
এরপর অধিনায়ক স্টিভেন স্মিথকে সাথে নিয়ে লড়াই করেন ট্রাভিস হেড। তবে সে যাত্রা দীর্ঘ হয়নি। ৩৯ বলে ৩৩ রানের ইনিংস খেলে বিদায় নেন ‘ভারতের যম’ খ্যাত হেড।
হেডের বিদায়ের পর স্টিভেন স্মিথের সঙ্গী হন মারনাস লেবুশনে। দু’জনের সাবলীল ব্যাটিং এ ভালোই এগোচ্ছিলো অজিরা। উইকেটের চারদিকে ব্যাট চালিয়ে রানের চাকা সচল রাখে তারা। তবে রণে ভঙ্গ দেয় অভিজ্ঞ স্পিনার রবীন্দ্র জাদেজা। ৩৬ বলে ২৯ রান করা লেবুশনেকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই বোলার।

এরপর সুবিধা করতে পারেনি জশ ইংলিশ। দলীয় ১৪৪ রানের মাথায় প্যাভিলিয়নের পথ ধরেন অজি উইকেটরক্ষক ব্যাটার।
ইংলিশের বিদায়ের পর স্মিথকে সঙ্গ দেয় অলেক্স ক্যারি। তবে এ যাত্রাও বেশিক্ষণ টিকেনি। ব্যক্তিগত ৭৩ রানে স্টাম্প হারান এই অজি ব্যাটার। শেষদিকে ব্যাট করতে নেমে ব্যর্থ হন গ্লেন ম্যাক্সওয়েলও। ৫ বলে ৭ রান করা ম্যাক্সওয়েলকে ফেরান অক্ষর প্যাটেল।
দলীয় ২০৫ রানেই ৬ উইকেট হারিয়ে বসে অজিরা। এরপর একাই লড়াই গেছেন ক্যারি। দলীয় ২৪৯ রানের সময় আউট হওয়ার আগে এই ব্যাটার খেলেন ৫৭ বলে ৬১ রানের ঝলমলে ইনিংস।
ক্যারি আউট হওয়ার পর আর কোন ব্যাটার সেই ভাবে হাল ধরতে পারেননি। ফলে ৪৯.৩ ওভারেই ২৬৪ রানে থামে অজিদের ইনিংস।
ভারতের হয়ে ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। ২টি করে উইকেট শিকার করেন বরুণ চক্রবর্তী এবং রবীন্দ্র জাদেজা। ১টি করে উইকেট তোলেন অক্ষর প্যাটেল এবং হার্দিক পান্ডিয়া।