শুরু হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারের লড়াই। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। আগামীকাল (বুধবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় মুখোমুখি হবে দু’দল।
তবে এ ম্যাচের আগে চিন্তায় পড়েছে প্রোটিয়ারা। দলের অভিজ্ঞ ব্যাটার এইডেন মার্করাম ইনজুরিতে পড়েছেন। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন মাত্র ২ ওয়ানডে খেলা জর্জ লিন্ডের।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হ্যামস্ট্রিং চোট পান মার্করাম। তবে এখনই অনিশ্চয়তা নেয় মার্করামের একাদশে থাকা নিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিতে নামার আগে আজ মার্করামের ফিটনেস পরীক্ষা করা হবে, সেখানে তিনি উত্তীর্ণ হলে দুশ্চিন্তা কমবে প্রোটিয়াদের।
তবে মাত্র দু’টি আন্তর্জাতিক ম্যাচ খেলা লিন্ডে হতে পারে প্রোটিয়া শিবিরে তুরুপের তাস। ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ম সেমিফাইনালে জিতলে ফাইনাল হবে দুবাইতে। দুবাইয়ের কন্ডিশন থাকে তুলনামূলক শুকনো। তাই দুবাইয়ের কন্ডিশনে কার্যকরি হতে পারে স্পিনাররা।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন কেশভ মহারাজ ও তাবরাইজ শামসি। তবে গ্রুপপর্বে প্রোটিয়াদের দুই ম্যাচে (এক ম্যাচ পরিত্যক্ত) পাকিস্তানে শুধু মহারাজ খেলেছেন। অন্যদিকে নিউজিল্যান্ড ও সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেও দুবাইতে চার স্পিনার খেলিয়েছে ভারত।
লিন্ডে ছাড়াও দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আছেন বাঁ-হাতি তরুণ পেসার কেনা মাপাখা।