কবে ঢাকা আসছেন হামজা?

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৮:১০ পিএম

কবে ঢাকা আসছেন হামজা?

ছবি: সংগৃহীত

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই দলের প্রাথমিক স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। 

ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে এই ফুটবলার বাংলাদেশে এসে পৌঁছাবেন ১৭ মার্চ সকালে। তার পৈতৃক নিবাস হবিগঞ্জে একদিন কাটিয়ে পরদিন ঢাকায় বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিবেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার। 

মঙ্গলবার (৪ মার্চ) জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে এক বৈঠকে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল হামজার আগমন সম্পর্কে এই তথ্য জানিয়েছেন।  

ছবি: লিডস ইউনাইটেডের বিপক্ষে মাঠে হামজা 

এছাড়াও বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা এবিষয়টি নিশ্চিত করেছেন। 

হামজা ও তার পরিবারের সদস্যদের ইচ্ছে হবিগঞ্জে একদিন কাটানো। এজন্য বাফুফে কয়েকটি বিকল্প দিয়েছিল। সেই বিকল্পের মধ্যে হামজা ইংল্যান্ড থেকে সরাসরি ঢাকায় না এসে সিলেটে যাওয়াই বেছে নিয়েছেন।

আগামী ১৭ মার্চ সকালে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে লন্ডন থেকে সিলেটে পৌঁছাবেন হামজা। হামজার সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের আসার কথাও রয়েছে।

এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে আগামীকাল দুপুরে সৌদি আরব রওনা হবে বাংলাদেশ। সৌদি রওনা হওয়ায় আগে আজ দুপুরে বাফুফে সভাপতি কোচ ও ম্যানেজারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সময় দলের নানা বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি তিনি ভারত ম্যাচ নিয়ে দলকে উৎসাহ প্রদান করেন। 
 

আরবি/আরডি

Link copied!