ঢাকা বুধবার, ০৫ মার্চ, ২০২৫

রিয়ালেই থাকছেন ভিনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৮:৪৪ পিএম
ছবি: সংবাদ সম্মেলনে ভিনিসিয়াস জুনিয়র

রিয়ালের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না ভিনি’র। এমনকি ক্লাব ছেড়ে যেতে পারেন সৌদি লিগে! সম্প্রতি এমন গুঞ্জন উঠেছিলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাছাড়া দলের অনেক প্লেয়ার রিয়ালের সাথে চুক্তি নবায়ন করলেও করেননি ভিনিসিয়াস জুনিয়র। 

তবে এবার এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। রিয়ালে তিনি ভালো আছেন এবং তিনি এখানেই থাকতে চান বলে জানিয়েছেন তিনি। 

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনির চুক্তি আছে ২০২৭ সাল পর্যন্ত। এই খেলোয়াড়ের জন্য ১ বিলিয়ন ইউরো রিলিজ ক্লজ ধার্য করে রিয়াল। সেই বিপুল অর্থেও তাকে দলে নিতে আগ্রহ দেখায় কয়েকটি সৌদি ক্লাব। গতবছর এমন খবর প্রকাশ করেছিলো একাধিক সংবাদ মাধ্যম। 

সম্প্রতি নেইমার আল হিলাল ছাড়ার পর আবারো জোড়ালো হয় ভিনির রিয়াল ছাড়ার গুঞ্জন। তবে সেসব খবর উড়িয়ে দিলেন ভিনিসিয়াস।

ছবি: রিয়ালের হয়ে ট্রেনিংয়ে ভিনি 

 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘, ‍‍`আমি খুবই শান্ত আছি। আমার চুক্তি ২০২৭ পর্যন্ত এবং আশা করি, যত দ্রুত সম্ভব চুক্তি নবায়ন করতে পারব। আমি এখানে খুবই খুশি। বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গে খেলছি, সেরা কোচ, সেরা প্রেসিডেন্ট… সবাই আমাকে এখানে অনেক ভালোবাসে। এখানকার চেয়ে ভালো আরও কোথায় থাকতে পারতাম না।‍‍`

তিনি আরও বলেন, ‘আশা করি, এখানে আরও গোল করতে পারব, এই জার্সি গায়ে আরও অনেক ম্যাচ খেলতে পারব। ছেলেবেলা থেকেই আমার স্বপ্ন ছিল এখানে খেলার। এখন আমি এখানে। আরও অনেক কিছু জিততে পারি এবং এই ক্লাবের ইতিহাসের অংশ হতে পারি। এত এত কিংবদন্তি এখানে খেলেছেন, কাজটা সহজ নয়।‍‍`-যোগ করেন তিনি।’