বিশ্ব জুনিয়র (অনুর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপের সপ্তম রাউন্ড শেষে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। আর সাত খেলায় সাড়ে ৩ পয়েন্ট অর্জন করেছেন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়।
সোমবার (৩ মার্চ) মন্টিনিগ্রোর পেট্রোভাক শহরে সপ্তম রাউন্ডের খেলায় আজারবাইজানের আন্তর্জাতিক মাস্টার তালিবোভ শিরোগলানকে হারান হারান তাহসিন।
কালো ঘুঁটি নিয়ে কুইন্স গ্যাম্বিট ডিকলাইন্ড পদ্ধতিতে আন্তর্জাতিক মাস্টার তালিবোভ শিরোগলানের বিপক্ষে খেলেন ফিদে মাস্টার তাহসিন। তালিবোভ ২৭, ২৮ ও ২৯ নম্বর চালে পরপর তিনটি দুর্বল চাল দিলে তাহসিন জয়ের অবস্থানে চলে আসেন এবং ৩০ চালে জয়ী হন।
অন্যদিকে নীড় এই রাউন্ডে মন্টিনিগ্রোর ফিদে মাস্টার জুরোভিক পিকোর সঙ্গে ড্র করেন। তিনি কালো ঘুঁটি নিয়ে ক্যারো-কান ডিফেন্স অবলম্বন করেন, পেনভ অ্যাটাক পদ্ধতির এ খেলায় ৪৩ চালের মাথায় পিকোর সঙ্গে ড্র করেন।