ক্রিকেট মাঠে একাধিকবার ভারতীয় তেলেগু সিনেমা পুষ্পার আইকনিক মুভ ‘ঝুকেগা নেহি’ দিয়ে আলোচনায় এসেছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। এবার ভারতীয় তেলেগু সিনেমায় অভিষেক হচ্ছে এই অজি ওপেনারের। ওয়ার্নারের অভিনয় করার খবর নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক রবি শংকর।
ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করবেন ওয়ার্নার। এজন্য পারিশ্রমিক হিসেবে তিনি প্রতিদিন ১ কোটি রুপী নিবেন। তেলেগু ভাষাভাষীর সঙ্গে ওয়ার্নারের সম্পর্কটা পুরোনো। অস্ট্রেলিয়ার এই সাবেক ওপেনার আইপিএলে সাত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৯৫টি ম্যাচ খেলেছেন।
এদিকে ওয়ার্নার ভারতীয় সিনেমায় অভিনয় করবেন এমন খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে তার ভক্ত-সমর্থকরা। তার এক ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘অপ্রত্যাশিত কম্বো—নিতিন-ডেভিড ওয়ার্নার। সিনেমাটির জন্য অপেক্ষা করছি।
আরেক ভক্ত লেখেন, ‘অপ্রত্যাশিত কম্বো—নিতিন-ডেভিড ওয়ার্নার। সিনেমাটির জন্য অপেক্ষা করছি।’
ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ভেঙ্কি কুদুমুলা পরিচালিত ‘রবিনহুড’ সিনেমায় থাকতে পারে ওয়ার্নার। গোপন তথ্য ফাঁস করে দেওয়ার জন্য সিনেমার পরিচালক ভেঙ্কি কুদুমুলার কাছে ক্ষমাও চেয়েছেন প্রযোজক রবি শংকর।
আপনার মতামত লিখুন :