মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৮:৩০ এএম

মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়

ছবি: সংগৃহীত

মাদ্রিদ ডার্বি! উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে পরাজিত করেছে। এই জয়ের মাধ্যমে রিয়াল প্রথম লেগে এগিয়ে রয়েছে।

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি হওয়ায় রিয়াল মাদ্রিদ বেশ আত্মবিশ্বাসী ছিল। ম্যাচের শুরুতে, মাত্র ৪ মিনিট পর, দর্শকরা ঠিকভাবে বসার আগেই রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন ব্রাজিলিয়ান রদ্রিগো। মাঝমাঠ থেকে ফেদে ভালভের্দের থ্রু পাসে তিনটি অ্যাটলেটিকো ডিফেন্ডারকে কাটিয়ে বাম পায়ে দুর্দান্ত একটি গোল করেন রদ্রিগো।

এরপর ৩১ মিনিটে, যখন রিয়ালের জয় নিশ্চিত মনে হচ্ছিল, তখন আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ অ্যাটলেটিকোকে সমতায় ফেরান। ফ্রেঞ্চ মিডফিল্ডার কামাভিঙ্গাকে কাটিয়ে আলভারেজ দুর্দান্ত একটি শটে গোল করেন। এটি ছিল আলভারেজের এবারের চ্যাম্পিয়নস লিগে সপ্তম এবং সব প্রতিযোগিতায় ২২তম গোল।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে, ৫৫ মিনিটে রিয়াল আবার এগিয়ে যায়। গোলটি করেন দিয়াজ। অ্যাটলেটিকোর পাঁচজন ডিফেন্ডারকে কাটিয়ে তিনি দূরের পোস্টে শট নেন এবং বলটি জালে পাঠান। এই গোলের পর ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

আগামী বুধবার (১৩ মার্চ), বাংলাদেশ সময় রাত ২টায় ফিরতি লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ফিরতি লেগে দুই দল মুখোমুখি হবে।

আরবি/এফআই

Link copied!