চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাট কোহলির বাজে ফর্ম নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। তবে মেগা টুর্নামেন্টে ব্যাট হাতে তিনি সেই সমালোচনার সঠিক জবাব দিয়েছেন।
পাকিস্তানের বিপক্ষে অনবদ্য সেঞ্চুরির পর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ফিফটি হাঁকিয়ে কোহলি দারুণ ছন্দে রয়েছেন। এরই মধ্যে তিনি আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে সর্বোচ্চ হাফসেঞ্চুরির বিশ্বরেকর্ডসহ কিছু উল্লেখযোগ্য কীর্তি গড়েছেন।
এখন পর্যন্ত আইসিসির ওয়ানডে ফরম্যাটের বৈশ্বিক প্রতিযোগিতায় সর্বোচ্চ ২৩টি পঞ্চাশোর্ধ ইনিংস ছিল ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। ৫৮ ইনিংস খেলে তিনি এই কীর্তি গড়েছিলেন। তবে কোহলি গতকাল ৫৩ ইনিংসে শচীনকে ছাড়িয়ে যান। এখন তার নামের পাশে রয়েছে সর্বোচ্চ ২৪টি পঞ্চাশোর্ধ রান। তালিকায় পরবর্তীতে রোহিত শর্মা (১৮), কুমার সাঙ্গাকারা (১৭) এবং রিকি পন্টিং রয়েছেন।
আরেকটি রেকর্ডে শচীনের পিছু নিয়েছেন কোহলি। ওয়ানডেতে প্রতিপক্ষের লক্ষ্য তাড়াতে শচীন ৬৯টি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছিলেন। এই রেকর্ডটি এতদিন ছোঁয়া অসম্ভব মনে হয়েছিল। তবে কোহলি এবার ৬৮তম পঞ্চাশোর্ধ ইনিংস খেলে শচীনকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছেন।
ফিল্ডিংয়েও কোহলি একটি নতুন রেকর্ড গড়েছেন। নন-উইকেটকিপার হিসেবে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ১৬০টি ক্যাচ ধরেছেন তিনি।
এছাড়া, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন কোহলি। এই টুর্নামেন্টে তিনি ১৭টি ম্যাচে খেলেছেন এবং এক সেঞ্চুরি ও ৬ ফিফটির সাহায্যে তার রান ৭০০ ছাড়িয়েছে। এতদিন ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ ৭০১ রান ছিল শেখর ধাওয়ানের। তবে বর্তমানে কোহলির সামনে আছেন কেবল ক্রিস গেইল (৭৯১), যেটি ফাইনালেই কোহলি পার করতে পারেন।
আপনার মতামত লিখুন :