এ+ তাসকিন, বাদ সাকিব; বাকিরা কোথায়?

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০২:১১ পিএম

এ+ তাসকিন, বাদ সাকিব; বাকিরা কোথায়?

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার ২০২৫ সালের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবিত তালিকা তৈরি করেছে। যদিও এটি চূড়ান্ত তালিকা নয়, তবে নির্বাচকরা ২২ জন ক্রিকেটারের নাম প্রস্তাব করেছেন।

প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তি পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যা হলো: এ+, , বি, সি, এবং ডি

  • এ+ ক্যাটাগরি: এই ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ।

  • এ ক্যাটাগরিতে: ওয়ানডে ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, এবং উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম।

  • বি ক্যাটাগরিতে: অভিজ্ঞ ক্রিকেটার মমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, এবং মুস্তাফিজুর রহমান। তাদের সাথে জায়গা পেয়েছেন উঠতি তারকারা, যেমন: তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, এবং নাহিদ রানা।

  • সি ক্যাটাগরিতে: সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, এবং রিশাদ হোসেনরা।

  • ডি ক্যাটাগরিতে: নাসুম আহমেদ এবং খালেদ আহমেদ।

এই তালিকায় সবচেয়ে বড় চমক হচ্ছে সাকিব আল হাসানের নাম না থাকা। সাকিবকে বাদ দেয়া হলেও, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ অবসর নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত না জানানোর কারণে তাদের তালিকায় রাখা হয়েছে।

এছাড়া, প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাচ্ছেন তরুণ পেসার নাহিদ রানা, ওপেনার তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, এবং রিশাদ হোসেন।

আরবি/এফআই

Link copied!