চ্যাম্পিয়ন্স লিগ

শেষ ষোলোতে আজ জায়ান্টদের লড়াই

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৪:১৯ পিএম

শেষ ষোলোতে আজ জায়ান্টদের লড়াই

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে আজ দেখা যাবে তুমুল লড়াই। কোয়ার্টার ফাইনালের পথ সুদৃঢ় করতে আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা, লিভারপুর, পিএসজি, ইন্টার মিলানের মতো বাঘা বাঘা দলগুলো। 

আজ বুধবার (৫ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। 

লা-লিগায় উড়তে থাকা বার্সেলোনা আতিথ্য নেবে বেনফিকার। আর প্যারিসে ব্লকবাস্টার ম্যাচে মুখোমুখি হবে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ফ্রেঞ্চ লিগ-১ এর দুই টেবিল টপার লিভারপুল ও পিএসজি। এছাড়াও দুই জার্মান জায়ন্ট বায়ার্ন মিথনিথ ও লেভারকুসেন খেলবে একে অপরের বিপক্ষে। অন্যদিকে ফেইনুর্দের মাঠে খেলতে যাবে ইন্টার মিলান।

ঘরোয়া ফুটবলে রীতিমতো উড়ছে বার্সেলোনা। সবশেষ ৫ ম্যাচের সবকয়টিতে জিতে টেবিলের শীর্ষে রয়েছে হ্যান্সি ফ্লিকের বার্সা। লামিল ইয়ামাল-রাফিনহারাও আছেন দুর্দান্ত ফর্মে। অন্যদিকে নিজেদের ঘরোয়া লিগে খুব একটা স্বস্ত্বিতে নেই বেনফিকা। সবশেষ ৫ ম্যাচের ৪টিতে জিতলেও টেবিল টপার স্পোর্টিং ক্লাবের থেকে ৩ পয়েন্ট পিছিয়ে তারা অবস্থান করছে টেবিলের ২ নম্বরে। 

বেনফিকার আত্মবিশ্বাসে গেলো ২০২১-২২ মৌসুমের সুখস্মৃতি। সেবার নিজেদের ঘরের মাঠে বার্সাকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছিলো তারা। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। ২০২৫ সালে এখন পর্যন্ত কোন ম্যাচ হারেনি হ্যান্সি ফ্লিকের দল। এছাড়া এই ম্যাচে আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়াকে পাচ্ছে না দলটি।

তবে বেনফিকাকে সমীহ করে দেখছেন বার্সা বস। ম্যাচের আগে তিনি বলেছেন, ‘ম্যাচটা কঠিন হবে। বেনফিকা ভালো খেলছে। আমি একদম ওদের সহজ প্রতিপক্ষ ভাবছি না।

ছবি: সংবাদ সম্মেলনে হেন্সি ফ্লিক 

এদিকে ঘরোয়া আসরে প্রায় অভিন্ন গল্প লিভারপুল ও পিএজির। নিজ নিজ দেশের লিগ জেতা অনেকটা সময়ের ব্যাপার এই দুই ক্লাবের জন্য। তাছাড়া এর আগে ৬ বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা লিভারপুল এবারের চ্যাম্পিয়ন্স লিগে আছে দুর্দান্ত ফর্মে। গ্রুপ পর্বে নিজেদের ৮ ম্যাচের ৭টিতেই জিতেছে দলটি। 

সে বিবেচনায় কিছুটা পিছিয়ে থাকবে পিএসজি। কারণ গ্রুপ স্টেজে খুব একটা ভালো করতে পারেনি লুইস এনরিকের দল। গ্রুপ পর্বে ৩ ম্যাচে হার দেখতে হয়েছিলো তাদের। তবে পিএসজি ভক্তরা অতীত স্মৃতিকে মনে করে হয়তো একটু নিঃশ্বাস ফেলতে পারবে। কারণ প্যারিসের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে অলরেডদের বিপক্ষে প্রতিবারই জিতেছিলো পিএসজি।

ছবি: লিভারপুলের অনুশীলনে মোহাম্মদ সালাহ

এদিকে শেষ ছয় দেখায় বায়ার্ন মিউনিথের কাছে একবারো হারেনি জাভি আলনসো’র লেভারকুসেন। তবে জার্মান লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ যে ভিন্ন তা ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়ায়ে বায়ার্নের মুখোমুখি হওয়ার আগে সবাইকে মনে করিয়ে দিয়ে আলনসো বলেছেন, ‘আমরা ছন্দে আছি। বায়ার্নের বিপক্ষে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি তা দেখাতেও চাই। তবে বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগ পুরোপুরি আলাদা। এখানে আবেগ নিয়ন্ত্রণ খুব দরকার।’

শেষ ষোলোর অন্য ম্যাচে ফেইনুর্দের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিলান। ফেইনুর্দের ঘরের মাঠের এই ম্যাচে স্বাভাবিকভাবেই ফেভারিট ইন্টার মিলান। 
 

আরবি/আরডি

Link copied!