চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। নির্ধারিত ওভার শেষে রচিন রবিন্দ্র ও কেইন উইলিয়াসনের সেঞ্চুরিতে ভর করে দক্ষিণ আফ্রিকাকে ৩৬৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে কিউইরা।
বুধবার (৫ মার্চ) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। শুরুতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। এরপর কিউই ব্যাটসম্যানদের তান্ডবে দিশেহারা হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকার বোলিং লাইন-আপ।
এদিন শুরুতেই টস টিসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক মিচেল স্লান্টনার। ব্যাটিং এ নেমেই দুর্দান্ত শুরু করে দুই ওপেনার রচিন রবিন্দ্র ও ইয়ং। এ দুজনের জুটি থামে দলীয় ৪৮ রানে।
২৩ বলে ২১ রান সাজঘরে ফেরার আগে ব্যক্তিগত খাতায় ২১ রান যোগ করেন ইয়ং। এরপর রচিনের সাথে যোগ দেয় অভিজ্ঞ ব্যাটার কেইন উইলিয়ামসন। শুরুতে দেখে শুনে শুরু করলেও পরবর্তীতে আগ্রাসী ভাব দেখায় এই দুই ব্যাটার। রচিন তুলে নেন সেঞ্চুরি। সাজঘরে ফেরার আগে এই কিউই’র ব্যাট থেকে আসে ১০৮ রান।
এরপর ড্যারি মিচেলে সঙ্গ নিয়ে সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। তবে সেঞ্চুরি করার পর বেশিক্ষণ মাঠে টিকে থাকতে পারেননি তিনি। ৯৪ বলে ১০২ রানের ইনিংস খেলেই বিদায় নেন তিনি। পিচে এসে থিতু হতে পারেননি উইকেটকিপার ব্যাটার টম লেথাম। ব্যক্তিগত ৪ রানেই বিদায় নেন তিনি।
তবে শেষ দিকে মিচেলের ৩৭ বলে ৪৯ আর গ্লেন ফিলিপের ২৭ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংসে ভর করে শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৩৬২ রানে থামে কিউইদের ইনিংস।
দক্ষিণ আফ্রিকার হয়ে কোন বোলারই সুবিধা করতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন লুঙ্গি এনগিডি। আরেক পেসার কাগিসো রাবাদা নেন ২টি উইকেট।
আপনার মতামত লিখুন :