ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫

যত কান্ড চ্যাম্পিয়ন্স লিগে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৭:২০ পিএম
ছবি: সংগৃহীত

শুরু হয়ে গেছে ইউরোপীয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই। মঙ্গলবার (৪ মার্চ) ৮ মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের আসরে আবারো দেখা গেছে ‘মাদ্রিদ ডার্বি’। অন্যদিকে পিএসভিকে গোল বন্যায় ভাসিয়েছে আর্সেনাল। জিতেছে আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাও। তবে ১-১ গোলে ড্র হয়েছে ডর্টমুন্ড-অলিম্বিক লিলে’র মধ্যকার ম্যাচ। 

চ্যাম্পিয়ন্স লিগের গতকালের লড়াইয়ে সব থাকছে এই প্রতিবেদনে। 

বার্নাব্যু’র চাপ সামলাতে পারলো না আতলেটিকো 

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে গতকাল রাতে মুখোমুখি হয়েছিলো মাদ্রিদের দুই ক্লাব রিয়াল এবং আতলেটিকো। নিজেদের ঘরের মাঠে এই ম্যাচে আতলেটিকোকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে ‘দ্য গ্যালাক্টিকো’রা। 

ম্যাচ শুরুর চার মিনিটের মাথায় রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো। এরপর অবশ্য প্রথমার্ধেই ম্যাচে ফেরে আতলেটিকো। ম্যাচের ৩২ মিনিটের সময় দুর্দান্ত এক গোল করেন আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজ। 

ছবি: জুলিয়ান আলভারেজ 

এদিন দুই রিয়াল সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রকে রীতিমতো পকেটে পুরে রেখেছিলো আতলেটিকোর রক্ষণভাগ। এমবাপ্পে-ভিনি’র খোলস বন্দী এদিনে জ্বলে উঠে আরেকবার আনচেলত্তির ভরসার প্রতিদান দেন ব্রাহিম দিয়াজ। ম্যাচের ৫৫ মিনিটে ল্যাংলেট-গিমেজকে ফাঁকি বল জড়ান আতলেটিকোর জ্বালে। আতলেতিকো শেষ দিকে গোল শোধের মরিয়া চেষ্টা করেনি। ফলে কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দু’দল।  

পিএসভিকে গোল বন্যায় ভাসালো আর্সেনাল 

পিএসভি-র মাঠে আর্সেনাল প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে গিয়েছিল। প্রথম গোলের সুযোগ এসেছিল পিএসভি-র কাছেই। ইসমাইল সাইবারির শট বারে লাগে। এর পর দাপট দেখায় আর্সেনাল। জারিয়েন টিম্বার, এথান নোয়ানেরি এবং মিকেল মেরিনো পর পর গোল করে যান। দ্বিতীয়ার্ধে জোড়া গোল মার্টিন ওডেগার্ডের। এ ছাড়া গোল করেছেন লিয়ান্দ্রো ট্রোসার্ড এবং রিকার্ডো কালাফিয়োরি।

ছবি: গোল উদযাপন করছে আর্সেনাল খেলোয়াড়রা

ডর্টমুন্ডকে রুখে দিলো লিল

নিজেদের ঘরের মাঠে অলিম্পিক লিলে’র সাথে ১-১ গোলে ড্র করেছে ডর্টমুন্ড। ম্যাচের প্রথমার্ধেই করিম আদেয়েমির গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। তবে গোল করার জন্য মরিয়া চেষ্টা করতে থাকে লিলে। দ্বিতীয়ার্ধে সফল হয় সেই চেষ্টা। লিলে’র হয়ে গোল পরিশোধ করেন হাকেন আমার।    

ক্লাব ব্রুজের মাঠে অ্যাস্টন ভিলার জয়

মঙ্গলবার (৪ মার্চ) বেলজিয়ান ক্লাব ব্রুজের মুখোমুখি হয় অ্যাস্টন ভিলা। ম্যাচের শুরুতেই লিয়ন বেইলি’র গোলে এগিয়ে যায় ভিলা। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। বেইলি’র করা গোলের ১০ মিনিট পরই ক্লাব ব্রুজকে সমতায় ফেরান ম্যাক্সিম ডে কুইপার। দ্বিতীয়ার্ধে ব্রেন্ডন মেকেলের আত্মঘাতী গোল এবং মার্কো আসেনসিয়োর পেনাল্টিতে জেতে ভিলা।