ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫

ম্যারাডোনার মৃত্যু ঘিরে নতুন রহস্য

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৯:১২ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ী সাবেক আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর রহস্য এখনও অজানা। তার পরিবারের সদস্যদের অভিযোগ চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যু হয়েছে ম্যারাডোনার। যা নিয়ে এখনো মামলা চলছে আদালতে। 

আগামী ১১ মার্চ আর্জেন্টিার আদালতে ম্যারাডোনার মৃত্যুর মামলার শুনানি রয়েছে। তার সামনে এসেছে নতুন তথ্য।

 

মাফিয়াদের ভয়েই ম্যারাডোনার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার মেয়ে। তাছাড়া শুনানির আগে তারা মাফিয়াদের হুমকি পাচ্ছেন বলেও দাবি করেছেন তিনি। 
এক সাক্ষাৎকারে কাঁদতে কাঁদতে তিনি বলেছেন, ‍‍`মা ভয় পাচ্ছেন। খুব উদ্বিগ্ন রয়েছেন। মাফিয়াদের ভয়ে মুখ খুলতে পারছেন না। কারণ মাফিয়াদের টাকা এবং ক্ষমতা দুই আছে।‍‍`

তিনি আরও বলেন, ‍‍`ওরা (মাফিয়া) সব কিছু নিয়ন্ত্রণ করে। মা আমাকে এসব বলতে নিষেধ করেছেন। কিন্তু আমার পক্ষে চুপ করে থাকা সম্ভব হচ্ছে না। জানি কাদের বিরুদ্ধে লড়াই করছি। সবাই সত্যিটা জানুক, আমি শুধু এটুকু চাই। বাবার জন্যই আমাকে এটা করতে হবে।‍‍`

প্রসঙ্গত, মাদকসহ বিভিন্ন নেশা দ্রব্যে আসক্ত ছিলেন ম্যারাডোনা। যা বিভিন্ন সময়ে প্রচুর সমালোচনা সহ্য করতে হয়েছে প্রয়াত এই কিংবদন্তীকে। তাছাড়া অসুস্থতার কারণে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।
২০২০ সালে তাঁর মৃত্যুর পর নানা জল্পনা সৃষ্টি হয়। এসংক্রান্ত এক তদন্তে জানা যায়, সঠিক চিকিৎসা হলে আরো কিছু দিন বাঁচতে পারতেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক।

ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসক এবং নার্স মিলিয়ে আট জন রয়েছেন অভিযুক্তের তালিকায়। প্রাথমিক তদন্তের পর ২০২১ সালে ম্যারাডোনার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল টিমকে অনুপযুক্ত বলা হয়। চিকিৎসার পদ্ধতি ঠিক ছিল না বলেও বলা হয় ঐ তদন্ত প্রতিবেদনে ।