সম্প্রতি গুঞ্জন উঠেছে আগামী গ্রীষ্মে নিজের পুরোনো ক্লাব বার্সেলোনাতে ফিরবেন নেইমার। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। স্প্যানিশ দৈনিক স্পোর্ট-এর প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলিয়ান তারকাকে ১৫ গোল করতে হবে সান্তোসের হয়ে, নইলে বার্সেলোনা তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনাতেই বসবে না।
তবে এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। ব্রাজিলিয়ান এই তারকা খেলোয়াড়ের বার্সায় ফেরা নিয়ে কোন মন্তব্য করতে রাজি নন বলে জানিয়েছে তিনি।
বেনফিকার বিপক্ষে ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘এটা আমার কাজ নয়। দলবদলের বিষয়টি সম্পূর্ণ ক্লাব ও ক্রীড়া পরিচালক ডেকোর দায়িত্ব।’
এছাড়া তিনি কেবল মাঠের পারফরম্যান্সে মনোযোগ দিতে চান বলে জানিয়েছেন এই কোচ।
নেইমারের বার্সা অধ্যায় ছিলো স্বপ্নময়। ২০১৫ সালে মেসি ও সুয়ারেজের সঙ্গী হয়ে এই খেলোয়াড় জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। তবে ২০১৭ রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফারে পিএসজিতে পাড়ি জমান এই ফুটবলার।
৩৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা বর্তমানে খেলছেন শৈশবের ক্লাব সান্তোসের হয়ে। সম্প্রতি সৌদি ক্লাব আল-হিলাল থেকে স্বদেশী ক্লাবে পাড়ি জমান তিনি। তবে গ্রীষ্মকালীন দলবদলের সময় তার ইউরোপের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেননা, সান্তোসের সঙ্গে স্বল্পমেয়াদী চুক্তিতে আবদ্ধ হয়েছেন তিনি।
এমএলএস ক্লাব শিকাগো ফায়ারেরও আগ্রহ আছে নেইমারকে নিয়ে। তবে ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবলে ফেরার দিকেই বেশি ঝুঁকছেন নেইমার।
এদিকে এবারের চ্যাম্পিয়ন্স লিগে অন্যতম ফেবারিট বার্সেলোনা। আজ বুধবার (৫ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় বেনফিকার মুখোমুখি হবে তারা। আর এই ম্যাচের দিকেই এখন পুরো মনোযোগ দিতে চাচ্ছেন ফ্লিক।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বেনফিকার বিপক্ষে ৫-৪ গোলের নাটকীয় জয় পেয়েছিলো বার্সা। তাই এবার স্বাভাবিকভাবেই সতর্ক থাকবেন ফ্লিক।
এনিয়ে তিনি বলেছেন, ‘আমরা জানি, তাদের মাঠের পরিবেশ কতটা আগ্রাসী হতে পারে, তাই কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।’