সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ১১:৪৬ পিএম

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন মুশফিক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ১১:৪৬ পিএম

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন মুশফিক

ছবি: সংগৃহীত

অবশেষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

টি-টোয়েন্টি থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন, এবার ওয়ানডের যাত্রাও শেষ করলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তবে লাল বলের ক্রিকেট, অর্থাৎ টেস্টে নিজের ক্যারিয়ার চালিয়ে যেতে চান তিনি।

সাম্প্রতিক সময়ে মুশফিকের ওয়ানডে পারফরম্যান্স নিয়ে হয়েছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ও দলের বাজে পারফরম্যান্সের পর থেকেই তার ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। সেই সব বিতর্কের মাঝেই ৫ মার্চ রাতে ফেসবুকে আবেগঘন বার্তায় অবসরের ঘোষণা দেন মুশফিক।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে তিনি লেখেন, ‍‍`আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ থেকে আমি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই দীর্ঘ পথচলায় যা কিছু অর্জন করেছি, সবই আল্লাহর রহমত। আন্তর্জাতিক মঞ্চে বড় কোনো সাফল্য হয়তো নেই, তবে দেশের জার্সি গায়ে মাঠে নেমে কখনো কম চেষ্টা করিনি। সর্বোচ্চটা দেওয়ার চেষ্টাই করেছি সবসময়।‍‍`

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলীয় ব্যর্থতার বড় অংশ কাঁধে নিতে হয়েছিল মুশফিককে। মাহমুদউল্লাহর পারফরম্যান্স নিয়েও হয়েছিল নানা কথা। যদিও মাহমুদউল্লাহ এখনো কোনো সিদ্ধান্ত জানাননি, কিন্তু মুশফিক সময়ের আগেই নিজের সিদ্ধান্ত নিয়ে ফেললেন। 

৩৭ বছর বয়সী এই ক্রিকেটার তার পোস্টে আরও লেখেন, ‍‍`গত কয়েক সপ্তাহ আমার জন্য ছিল ভীষণ কঠিন। তবে আল্লাহর ইচ্ছাকেই মেনে নিচ্ছি। আল্লাহ বলেন, তিনি যাকে ইচ্ছা সম্মান দেন, আবার যাকে ইচ্ছা অপমানিত করেন।‍‍`

সবশেষে মুশফিক তার পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‍‍`আপনাদের ভালোবাসা আর সমর্থন ছাড়া এই ১৯ বছরের ক্রিকেট জীবন সম্ভব ছিল না। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক পথে পরিচালিত করুন। জাজাকআল্লাহ খাইর।‍‍`

আরবি/এফআই

Link copied!