চ্যাম্পিয়ন্স ট্রফি

ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ১২:১৬ এএম

ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

২০১৯ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারো ফাইনালের মঞ্চে উঠেছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে হেসে খেলে ৫০ রানে হারিয়েছে মিচেল স্লান্টনারের দল।

বুধবার (৫ মার্চ) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় নিউজিল্যান্ড। টসে জিতে ব্যাট করতে নেমে ৩৬২ রানের পাহাড়সম রান সংগ্রহ করে কিউইরা। যার যোগ্য জবাব দিতে পারেনি দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে অপরাজিত সেঞ্চুরি করেন ডেভিড মিলার।

এদিন টস জিতে ব্যাটিং এ নেমে দুর্দান্ত শুরু করে নিউজিল্যান্ড। তবে শুরুতেই উইল ইয়ং ব্যক্তিগত ২১ রানে ফিরলেও তরুণ রচিন রবীন্দ্র ও অভিজ্ঞ কেন উইলিয়ামসনের ব্যাটে চড়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় কিউইরা। এই ব্যাটারে তাণ্ডবে রীতিমতো নাকানি-চোবানি খায় প্রোটিয়া বোলাররা। দু’জনেই তুলে নেন সেঞ্চুরি। 

শেষ দিকে ড্যারিল মিচেলের ৪৯ ও গ্লেন ফিলিপসের ২৭ বলে ৪৯ রানের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ওভার শেষে ৩৬২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।  

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই রায়ান রিকেলটনকে হারায় প্রোটিয়ারা। তবে অধিনায়ক টেম্বা বাভুমা ও ভেন-ডার-ডুসেনের পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় তারা। ১০৫ রানের পার্টনারশিপ গড়েন এই দুই খেলোয়ার। 
এরপরই ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। কিউইদের স্পিন ঘূর্ণিতে বিধ্বস্ত হয়ে যায় প্রোটিয়া মিডল অর্ডার। একে একে বিদায় নেন ডুসেন, ক্লাসেন ও মার্করাম। 

তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান অভিজ্ঞ ডেভিড মিলার। ৬৭ বলে তুলে নেন সেঞ্চুরি কিন্তু তার যোগ্য সঙ্গ দিতে পারেনি কেউই। ফলে নির্ধারিত ৫০ ওভার শেষে ৩১২ রানে থেমে যায় প্রোটিয়াদের ইনিংস। 

আগামী ৯ মার্চ ফাইনালে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এর আগে ‘গ্রুপ-এ’ এর শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়েছে ভারত।  
 

আরবি/আরডি

Link copied!