মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০২:৪১ পিএম

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

ছবি: মুশফিকুর রহিমকে ‘গার্ড অব অনার’ দিচ্ছেন মোহামেডান খেলোয়াড়রা

আগেই নিয়েছিলেন টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর। এবার ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটে ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম।  

মুশফিকের বিদায়ের পর নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন বার্তা দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মাশরাফি মুর্তজা এবং মাহমুদউল্লাহ রিয়াদরা। 

আর আজ বৃহস্পতিবার (৬ মার্চ) তাকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ  শুরুর আগে। 

এবারের ডিপিএলে মোহামেডানের জার্সিতে খেলছেন মুশফিকুর রহিম। আজ তার দল মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সের মুখোমুখি হয়। ম্যাচ শুরুর সময় দলের এই উইকেটরক্ষক ব্যাটারকে ‘গার্ড অব অনার’ দেয় সাদা-কালো শিবিরের ক্রিকেটাররা। আন্তর্জাতিক ক্রিকেট (সাদা বলে) থেকে বিদায় নেয়ায় তাকে এই গার্ড অব অনার দেওয়া হয়।

এদিন ম্যাচ শুরুর আগে সারিবদ্ধভাবে দুই পাশে দাঁড়ায় মোহামেডান ক্রিকেটাররা। তাদের মাঝখান দিয়ে হেঁটে মাঠে নামেন মুশফিক। এ সময় উপস্থিত ছিলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মেহেদী মিরাজরা। 

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো মুশফিকুর রহিম এই সংস্করণে বাংলাদেশের হয়ে খেলেছেন ২৭৪টি ম্যাচ। ৩৬.৪২ গড়ে ৭ হাজার ৭৯৫ রান করেছেন তিনি। এ ছাড়া, এই ফরম্যাট ছাড়ার আগে মুশফিকের ঝুলিতে রয়েছে ২৪৩টি ক্যাচ, আর ৫৬টি স্ট্যাম্পিং।
 

আরবি/ আরডি

Link copied!