ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫

ওযু করা ছাড়া ব্যাট-বল স্পর্শ করত না, মুশফিককে নিয়ে তার স্ত্রী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৪:০৬ পিএম
ছবি: সংগৃহীত

আগেই নিয়েছিলেন টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর। এবার ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটে ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম। বুধবার (৫ মার্চ) রাতে নিজের ফেসবুক একাউন্ট থেকে দেওয়া এক পোস্টে অবসরের ঘোষনা দেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। 

মুশফিকের বিদায়ের পর নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন বার্তা দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মাশরাফি মুর্তজা এবং মাহমুদউল্লাহ রিয়াদরা। এছাড়াও অনেক বিদেশী সাবেক ও বর্তমান ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত সমর্থকরা তাকে শুভকামনা জানান। 

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো মুশফিকুর রহিম এই সংস্করণে বাংলাদেশের হয়ে খেলেছেন ২৭৪টি ম্যাচ। ৩৬.৪২ গড়ে ৭ হাজার ৭৯৫ রান করেছেন তিনি। এ ছাড়া, এই ফরম্যাট ছাড়ার আগে মুশফিকের ঝুলিতে রয়েছে ২৪৩টি ক্যাচ, আর ৫৬টি স্ট্যাম্পিং।

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল এই তারকার অবসরে আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি।

নানান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিকের পক্ষে মুখ খুলেছেন স্ত্রী মন্ডি। জানিয়েছেন সমর্থন। ওয়ানডে ক্রিকেটে বিদায়ের দিনেও আবেগঘন পোস্টে জানিয়েছেন অনেক অজানা কথা।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে দেয়া এক পোস্টে মন্ডি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অন্ত্যন্ত তৃপ্তির সঙ্গে তোমাকে ওডিআই ক্রিকেট থেকে অবসরের শুভেচ্ছা জানাচ্ছি, আমার প্রিয়তম!তোমার একটি দারুণ ওডিআই ক্যারিয়ার ছিল আলহামদুলিল্লাহ...নিজের প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি, ভাঙা পাঁজর নিয়ে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে ২০টা পেইনকিলার নিয়েও খেলতে দেখেছি! তুমি কখনো নিজের জন্য খেলোনি, বরং দল ও দেশপ্রেমের জন্যই খেলেছ!  এমন একজন সৎ মানুষকে পাওয়াটা আশীর্বাদ, যিনি ওযু না করে কখনোই তার ব্যাট ও বল স্পর্শ করতেন না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ...তুমি একজন পারিবারিক মানুষ, আমাদের বাচ্চারা তোমাকে খুব পছন্দ করে, আমি চাই শাহরোজ তোমার সব ভালো গুণ পাক এবং তোমাকেই জীবনের আদর্শ বানাক।’

তিনি আরও লিখেছেন, ‘আমি জানি এটা কঠিন সিদ্ধান্ত ছিল, ইনশাআল্লাহ তোমার জন্য নতুন একটা উজ্বল অধ্যায় অপেক্ষা করছে!  তুমি আমাদের জন্য আজ পর্যন্ত যা করেছ তাতে আমাদের পরিবার তোমাকে নিয়ে পরিপূর্ণভাবে তৃপ্ত এবং এটাই যথেষ্ঠ, পৃথিবী নেতিবাচকতা নিয়ে যা খুশি বলুক...পরিশেষে আমি

বিশ্বের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে এমন পর্যায়ে সমালোচনা করবেন না যে, কাউকে আপনার জন্য প্রার্থনার আসনে বসে কাঁদতে হয়। আমরাও মানুষ।’