ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি

দুবাইয়ের পিচ কেমন হবে জানে না রচিন রবীন্দ্র

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৫:৩২ পিএম
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। কিন্তু ফাইনালে সেই দুবাইয়ে খেলতে নামার আগে পিচ নিয়ে অন্ধকারে কিউইরা। বুঝতেই পারছেন না দুবাইয়ের পিচ কেমন হতে পারে!

দুবাইয়ে এর আগে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে খেলেছিলো নিউজিল্যান্ড। সেই ম্যাচে ভারতের কাছে ৪৪ রানে হেরেছিলো কিউইরা। এবার একই মাঠে, একই প্রতিপক্ষের বিরুদ্ধে ফাইনাল খেলবে তারা। 

কিন্তু এই ম্যাচের আগে পিচ নিয়ে কিউিইরা একপ্রকার অন্ধকারে আছেন বলে জানিয়েছে দলের তারকা ব্যাটার রচিন রবীন্দ্র। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দুবাইয়ের পিচ কেমন হবে জানি না। ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে বল ঘুরছিল। কিন্তু আগের দিনের ম্যাচে বল সে ভাবে ঘোরেনি। আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। রোববার  দ্রুত সেই কাজটা করতে হবে।’

সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৮ রানের ঝলমলে ইনিংস খেলেন রচিন রবীন্দ্র। রচিনের সেঞ্চুরী করা ম্যাচের দিনে প্রোটিয়াদের ৫০ রানে হারায় তার দল। 

তবে ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে রান পাননি রচিন। এবিষয়ে তিনি বলেন, ‘ব্যাট করতে নামলে আউট হবেই। আশা করব ফাইনালে বেশিক্ষণ ব্যাট করতে পারব। দলের জন্য ভাল খেলতে চাই।’