ডিপিএল

জয়ের দেখা পেলো মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৫:৪৮ পিএম

জয়ের দেখা পেলো মোহামেডান

ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে মোহামেডান। লিড়ের দ্বিতীয় রাউন্ডের খেলায় রূপগঞ্জ টাইগার্সকে ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে তারা। এর আগে তারুণ্য নির্ভর নবাগত গুলশান ক্লাবের কাছে হেরেছিলো তারা। 

আজ বুধবার (৬ মার্চ) মিরপুরে আগে ব্যাট করতে নামে রূপগঞ্জ। ম্যাচ শুরুর মোহামেডান খেলোয়াড় সদ্য অবসরের ঘোষণা দেয়া মুশফিকুর রহিমকে ‘গার্ড অব অনার’ দেয় মোহামেডান। 

এদিন শুরুতে ব্যাট করতে নেমে মোহামেডানের বোলিং তোপে তছনছ হয়ে পড়ে রূপগঞ্জের ব্যাটিং লাইন-আপ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২২ রান জড়ো করে রূপগঞ্জ। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান আসে অধিনায়ক আল আমিন জুনিয়রের ব্যাট থেকে। এছাড়া ৩৭ রান করেন তানবির হায়দার।

মোহামেডানের হয়ে দু’টি করে উইকেট নেন এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। একটি করে উইকেট পান আবু হায়দার রনি, মুশফিক হাসান ও রনি তালুকদার।

জবাবে ব্যাট করতে ৫ম ওভারেই বিদায় নেন অধিনায়ক তামিম ইকবাল। সাজঘরে ফেরার আগে ১৭ বলে ১৪ রান করেন তিনি। ৪৪ বলে ৩৬ রান করেন আরেক ওপেনার রনি তালুকদার। ১৫ রান করে আরিফুল ইসলাম দলীয় ১০৬ রানে বিদায় নিলে দলের হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন ও তাওহীদ হৃদয়।

এই দুই ব্যাটারের ১১৯ রানের জুটিতে শেষ পর্যন্ত ৭৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে মোহামেডান। অঙ্কন ৯৭ বলে ৮১ ও হৃদয় ৪৭ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন।
 

আরবি/আরডি

Link copied!