এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। যেখানে ভারতের ৬৪ পয়েন্টের বিপরীতে মাত্র ২৩ পয়েন্ট তোলে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ ষষ্ঠ আসরের পর্দা ওঠে। সাত দেশের এই টুর্নামেন্টে উদ্বোধনী দিনে মুখোমুখি হয় ভারত ও বাংলাদেশ। যেখানে ভারত ৬৪-২৩ পয়েন্টে বাংলাদেশকে হারিয়েছে।
গ্রুপপর্বে বাংলাদেশ নারী দল আজ দ্বিতীয় ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এই ম্যাচ শুরু হবে। মালয়েশিয়া তাদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে হেরেছে ৪৫-২৪ পয়েন্টে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বড় জয় পেয়েছে স্বাগতিক ইরানও। ‘বি’ গ্রুপে তারা ৫৮-১৩ পয়েন্টে হারিয়েছে ইরাককে।