ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫

রমজানে প্রকাশ্যে পানি পান, তোপের মুখে শামি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৭:০৬ পিএম
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালীন সময়ে দিনের বেলায় প্রকাশ্যে পান করে তোপের মুখে পড়েছে ভারতীয় তারকা পেস বোলার মোহাম্মদ শামি। 
মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ রমজান মাস। পবিত্র কোরআন অনুসারে এই মাসে ৩০ দিন রোজা পালন করা ফরজ। অথচ এই ফরজ রোজা না রেখে দিনের বেলায় প্রকাশ্যে পানি পান করায় সমালোচনার শিকার হয়েছেন ভারতীয় তারকা পেস বোলার মোহাম্মদ শামি। 

চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালীন সময়ে দিনের বেলায় প্রকাশ্যে পান করে তোপের মুখে পড়েছে ভারতীয় এই মুসলিম খেলোয়াড়। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়।  

ভারতীয় বোলারের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভি বেরলভি সংবাদ মাধ্যম এএনআকে বলেছেন, ‘রমজান মাসে মুসলিমরা রোজা রাখেন, এটি আল্লাহর নির্দেশিত একটি ফরজ কাজ। রমজান মাসে রোজা না রেখে প্রকাশ্যে পানি পান করা ওনার উচিত হয়নি। শরীয়তের দৃষ্টিতে উনি অন্যায় করেছেন। যে কারণে ওনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রকাশ্যে পানি পান করার কারণে সারা বিশ্বের মানুষ তাকে দেখছেন। উনি খেলছেন মানে উনি সুস্থ আছেন। সুস্থ থাকার পরও রোজা রাখেননি। যা মানুষের মধ্যে ভুল বার্তা পৌঁছে যাচ্ছে।’

অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতির মন্তব্যের দ্বিমত পোষণ করেছেন বেশ কয়েকজন ভারতীয় আলেম।

অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি সাজিদ রশিদি ‘যাদের ধর্ম নিয়ে কোনও ধারণা নেই, তারা এরকম কথা বলেন। যদি কোনও সমস্যা থাকে, তাহলে ইসলামে কোনও সফরকারীকে রোজা পালন না করার অনুমতি দেওয়া আছে। তাছাড়া কাউকে অপরাধী হিসেবে বলার কোনও অধিকার কারো নেই।’

বিষয়টি নিয়ে কথা বলেছেন মোহাম্মদ শামির পরিবারের সদস্যরাও। এই ভারতীয় ক্রিকেটারের পরিবারের এক সদস্য এএনআইকে জানায়, ‘সে দেশের জন্য খেলছে। পাকিস্তানের অনেক খোলোয়াড় খেলার সময় ‘রোজা’ পালন করেন না। এটি নতুন কিছু নয়।’ 

শামির পরিবারের এ সদস্য আরও বলেন, ‘আমরা চাই সে (মোহাম্মদ শামি) অবশ্যই আগামী ৯ তারিখের ম্যাচের প্রতি মনোযোগী হবে।’