ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৭:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয়বার সাফ জেতার পর ফিফা র‌্যাঙ্কিংয়ে ভালোই এগিয়েছিলো বাংলাদেশ। ৭ ধাপ এগিয়ে ১৩২ এ অবস্থান করেছিলো সাবিনারা। তবে আরব-আমিরাতের সঙ্গে হারের পর একধাপ অবনতি হয়েছে তাদের। 

সবশেষ ফিফা উন্ডোতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দু’টি ম্যাচ খেলে বাংলাদেশ। দুই ম্যাচই তারা হারে ৩-১ গোলের ব্যাবধানে। 

এরপর র‌্যাঙ্কিংয়ে পেছাবে সাবিনারা এটি অনুমেয়ই ছিলো। ১৩২ থেকে ১৩৩-এ নেমে এসেছে পিটার বাটলারের দল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের ওপরে রয়েছে ভারত (৬৯) ও নেপাল (৯৯)। ১১৬ থেকে ১১২-তে উঠে এসেছে আমিরাত। 

প্রসঙ্গত, আমিরাত সফরে যাওয়ারি আগে টালমাটাল অবস্থা বিরাজ করছিলো বাংলাদেশের নারী ফুটবলে। কোচ বাটলারের দাবিতে বিদ্রোহের ঘোষণা দেন সাবিনা খাতুনসহ দলের ১৮ ফুটবলার। এমনকি অনুশীলও বয়কট করেছিলো তারা। ফলে তাদের ছাড়াই আমিরাত সফরের জন্য দল ঘোষণা করেন কোচ। 

২৬ ফেব্রুয়ারি আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে বাংলাদেশ। প্রথমার্ধে দুই গোল হজম করলেও এক গোল শোধ দেন অধিনায়ক আফঈদা খন্দকার। পরে অবশ্য বাংলাদেশের জালে আরও এক গোল দেয় আমিরাত। 

দ্বিতীয় ম্যাচেও ঘটে একই কাণ্ড। এবার প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৩ বার বল পাঠায় আমিরাত। তবে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ব্যবধান কমান আফঈদা।

আগামী জুন-জুলাইয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব খেলার কথা রয়েছে বাংলাদেশের। টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে আগামী ২১ মার্চ।