ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫

অদ্ভুত সময়ে ক্রিকেট ম্যাচ চলছে পাকিস্তানে!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৮:০৬ পিএম
ছবি: সংগৃহীত

ক্রিকেটে নানা সময় নানা রকম অদ্ভুত বিষয় লক্ষ্য করা যায়। তবে গভীর রাতে খেলা হচ্ছে ক্রিকেট! এমন ঘটনা প্রায় বিরল। এবার এমনই বিরল ঘটনা ঘটলো পাকিস্তানের ক্রিকেটে। রাত ৮টায় ম্যাচ শুরু হয়ে খেলা চলছে গভীর রাত ৩টা পর্যন্ত। 

এমন ঘটনা ঘটেছে পাকিস্তানের প্রেসিডেন্টস ট্রফির ফাইনালে। তবে একটি বিশেষ কারণে বদলানো হয়েছে সময়সূচী।  

সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে পাকিস্তানেও চলছে রমজান মাস। এই মাসে ‘রোজা’ রাখা মুসলিমদের জন্য ফরজ। সাধারণত এই সময় যাঁরা রোজা রাখেন তাঁরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু খান না। কিন্তু ক্রিকেটারদের পক্ষে রোজা রেখে দীর্ঘসময় তপ্ত রোদে মাঠে খেলা চালিয়ে যাওয়া বেশ কঠিন। তাই খেলার মাঝে যাতে ক্রিকেটারদের খাওয়া-দাওয়ায় কোনও সমস্যা না হয় সে দিকে নজর রেখেছেন টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

৪ মার্চ থেকে শুরু হয়েছে প্রেসিডেন্টস ট্রফির ফাইনাল। ৫ দিনের এই টেস্ট ম্যাচটি প্রতিদিনের খেলা রাত ৮টায় শুরু হয়। রাত ১০ টা পর্যন্ত চলে প্রথম সেশন। এরপর চা বিরতি থেকে ফিরে ১২.২০ পর্যন্ত চলে দ্বিতীয় সেশন। এরপর ৪০ মিনিট নৈশভোজের বিরতির পর রাত ১ টায় শুরু হয় তৃতীয় সেশন যা চলে রাত ৩টা পর্যন্ত। 

নৈশকালীন এই ম্যাচটি খেলছে স্টেট ব্যাংক অব পাকিস্তান ও পাকিস্তান টেলিভিশন। তবে ফ্লাড লাইটে ম্যাচ হওয়ায় গোলাপী বলে খেলা হচ্ছে। আগামী ৮ মার্চ পর্যন্ত চলবে এই খেলা।