পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা নতুন কিছু নয়। গত কয়েকবছর ধরে বোর্ডের অভ্যন্তরে নানা অসন্তোষ দেখা গেছে। বিশেষত গত ২ বছরে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ১৬ জন কোচ বদল হয়েছে। তাছাড়া বেশ কয়েকবার রদবদল দেখা গেছে বোর্ড কমিটি ও দলের অধিনায়েত্বেও।
সম্প্রতি নিজেদের ঘরের মাঠ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কোন ম্যাচ না জিতেই গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে পাকিস্তান। তাছাড়া সাম্প্রতিক পারফর্মমেন্সও তেমন আশানূরূপ নয়। সম্প্রতি পাকিস্তান ক্রিকেটের এমন বিপর্যয় নিয়ে কথা বলতে গিয়ে বিভিন্ন ইস্যু তুলে আনেন পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান অন্তবর্তীকালীন আকিব জাভেদ। সেই প্রসঙ্গ ধরেই আবার তার সঙ্গে বিবাদে জড়ালেন সাবেক কোচ জেসন গিলেস্পি।
চ্যাম্পিয়ন্স ট্রফির পরই নিউজিল্যান্ডের মাটিতে খেলতে যাবে পাকিস্তান। সেই সিরিজ নিয়ে এরই মধ্যে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আসন্ন সেই সফর নিয়ে সংবাদ সম্মেলনে পাকিস্তানের ব্যর্থতা নিয়ে কথা বলেছেন কোচ আকিব জাভেদ।
কোচ ও নির্বাচকের মতো পরিবর্তন আনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘আমরা গত দুই বছরে প্রায় ১৬ জন কোচ ও ২৬ জন নির্বাচক পরিবর্তন করেছি। বিশ্বের যেকোনো দলেই যখন আপনি এই বিষয়টি প্রয়োগ করবেন, তারা একইরকম অস্থিরতার মধ্য দিয়ে যাবে। যদি ওপর থেকে নিচ পর্যন্ত ধারাবাহিকতা না রাখা যায়, (ক্রিকেটীয়) উন্নতি অধরাই থেকে যাবে।’
তবে আকিবের ওই মন্তব্যের বিরোধীতা করেছেন সাবেক কোচ গিলেস্পি। আকিবের মন্তব্যে তাকে ‘অপমান’ করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। প্রসঙ্গত আকিব জাভেদের আগে পাকিস্তান ক্রিকেট দলের কোচ ছিলেন গিলেস্পি। টেস্ট ফরম্যাটে দায়িত্ব পালন করেছেন তিনি। তবে ধারাবাহিক পারমরম্যান্স না করায় তিনি কয়েক মাস আগেই দায়িত্ব ছাড়েন। যদিও গিলেস্পির অভিযোগ ছিল তার কাজে হস্তাক্ষেপ করা হচ্ছে!
আকিবের মন্তব্য নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক ছবিতে তিনি (গিলেস্পি) লিখেছেন, ‘‘এটি হাস্যকর। আকিব স্পষ্টভাবে গ্যারি (কার্স্টেন) এবং আমাকে সব ফরম্যাটের দায়িত্বে থাকা নিয়ে অবমূল্যায়ন করেছে। সে–ই মূলত ভাঁড় (ক্লাউন)।’