অবসর ভেঙ্গে ৮ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফেরার ঘোষণা দিয়েছেন ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী। গতবছর জুনে আন্তর্জাতিক ফুটবকে বিদায় জানান এই ফুটবলার। তবে চলতি মার্চে ফিফা উইন্ডোতে ভারতের জার্সিতে ফের খেলবেন ৪০ বছর বয়সী এই কিংবদন্তী।
বৃহস্পতিবার (৬ মার্চ) ভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে ভারতীয় ফুটবল ফেডারেশনের করা এক পোস্টে জানানো হয়, সুনীল ছেত্রী ফিরছেন। ভারতীয় ফুটবলের অধিনায়ক, নেতা ও কিংবদন্তি মার্চে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন।
বিষয়টি নিয়ে ভারতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ মানোলা বলেছেন, ‘এশিয়ান কাপ বাছাই পর্ব আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি সুনীল ছেত্রীর সঙ্গে আলোচনা করেছি, যেন ফিরে এসে জাতীয় দলের শক্তি বাড়ায়। সে আমার সঙ্গে একমত হয়েছে। যে কারণে তাকে দলে রাখা হয়েছে।’

চলতি মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) দুর্দান্ত ছন্দে আছেন ছেত্রী। বেঙ্গালুরু এফসির হয়ে ২৩ ম্যাচে করছেন ১২ গোল।
আগামী ১৯ মার্চ এক প্রীতি ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচেই মাঠে দেখা যেতে পারে সুনীল ছেত্রীকে। এছাড়া, আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে নিশ্চিতভাবে খেলবেন তিনি। দুটি ম্যাচই হবে শিলংয়ে।
পরিসংখ্যান বলছে, বাংলাদেশের বিপক্ষে ১১ ম্যাচ খেলে ৪০ বছর বয়সী এই খেলোয়াড় ৩টি অ্যাসিস্টের পাশাপাশি করেছেন ৮ গোল। ভারতের হয়ে সর্বোচ্চ গোলদাতার নাম সুনীল ছেত্রী। ৯৪ গোল করা এই কিংবদন্তি আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা।