চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। ক্রিকেটের মেগা আসরের এই ম্যাচের জন্য এরই মধ্যে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আগামী রোববার (৯ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৩টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচ পরিচালনার জন্য ম্যাচ অফিসিয়াল হিসেবে যেই চারজন ম্যাচ অফিসিয়ালকে দায়িত্ব দেয়া হয়েছে তারা হলেন-
অন-ফিল্ড আম্পায়ার:
রিচার্ড ইলিংউথ (ইংল্যান্ড)
পল রাইফেল (অস্ট্রেলিয়া)
থার্ড আম্পায়ার:
জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
চতুর্থ আম্পায়ার:
কুমার ধার্মাসেনা (শ্রীলঙ্কা)
ম্যাচ রেফারি:
রাঞ্জান মাদুগালে (শ্রীলঙ্কা)
প্রসঙ্গত, দক্ষিণ-আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন, পল রেইফেল। রিচার্ড ইলিংওর্থ দায়িত্ব পালন করেছিলেন ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সেমিফাইনাল ম্যাচে।
আপনার মতামত লিখুন :