চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে রীতিমতো ভরাডুবি হয়েছে ইংল্যান্ডের। কোন ম্যাচ না জিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দলটি। এমনকি হেরেছে টুর্নামেন্টের নবাগত আফগানিস্তানের কাছে। এরপরই বিতর্ক উঠে জস বাটলারের অধিনায়কত্ব নিয়ে। এরপর সমালোচনার মুখে অধিনায়কত্ব ছেড়ে দেন জস বাটলার।
জস বাটলারের অধিনায়ত্ব ছাড়ার পরই আলোচনায় এসেছে কে হবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের পরবর্তী ওয়ানডে অধিনায়ক!
বাটলারের পর বেন স্টোকসকে জাতীয় দলের অধিনায়ক হিসেবে দেখা যেতে। এছাড়াও হ্যারি ব্রুক, ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোনরাও আছেন বিবেচনায়। এমনটিই জানিয়েছে দেশটির নিয়ন্ত্রক সংস্থার পরিচালক রব।
বৃহস্পতিবার (৬ মার্চ) লর্ডসে এবিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রব। এসময় তিনি বলেন, ‘`সম্ভাব্য সব বিকল্পই বিবেচনা করা হবে। প্রতিটি বিকল্পে চোখ বুলিয়ে ভাবতে হবে, ‘ঠিক আছে, কী করলে ভালো হবে? এটা অন্যান্য বিষয়ের ওপর কেমন প্রভাব ফেলবে?’ বেন স্টোকস আমার দেখা সেরা অধিনায়কদের একজন। তাই তাকে বিবেচনা না করা হবে বোকামি।`
২০২২ সালের ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জয়ে দারুণ অবদান ছিলো স্টোকসের। তবে টেস্ট ক্রিকেটকে বেশি গুরুত্ব দেয়ার জন্য ২০২৩ সালের পর একদিনের ক্রিকেটে আর দেখা যায়নি এই অলরাউন্ডারকে।
ইংল্যান্ড দলের কোচ ব্রেনডন ম্যাককালামের সঙ্গে বেশ ভালো সম্পর্ক রয়েছে। সেই হিসেবে ইংল্যান্ড দলের পরবর্তী অধিনায়ক হিসেবে স্টোকসকেই দেখছেন কেউ কেউ।
তবে স্টোকসকে নিয়ে বেশ সতর্ক অবস্থানে আছে ম্যাককালাম। ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন স্টোকস। এনিয়ে তিনি বলেছেন, ‘আমি বেন স্টোকসকে নিয়ে কিছুটা সতর্ক ছিলাম যে তার উপর বেশি চাপ পড়বে এবং দেখুন এখন সে কেমন করছে।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, `ভালো কিছু বিকল্প আমাদের দারুণ কয়েকজন নেতা এর মধ্যেই গড়ে উঠেছে।`
আপনার মতামত লিখুন :