উয়েফা ইউরো লিগের ‘রাউন্ড অব সিকসটিন’-এ গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে আলাদা ম্যাচে মাঠে নামে দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পার। যেখানে আলকমারের কাছে হেরে যায় টটেনহাম। আর স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়াদের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ম্যান ইউনাইটেড।
এদিন নেদারল্যান্ডের ক্লাব আলকমারের বিপক্ষে বেশ কিছু তারকা খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামে টটেনহাম। ফলে শুরুটাও হয় বাজে। ম্যাচের ১৮ তম মিনিটে নিজেদের জালেই বল জড়ান টটেনহাম মিডফিল্ডার লুকাস ব্রাগেভাল।
পুরো ম্যাচ জুড়ে বল দখলে এগিয়ে ছিলো ‘নর্থ লন্ডনের’ দলটি। তবে তেমন কোন জোড়ালো আক্রমণ তারা করতে পারেনি। ম্যাচে ৭৪ শতাংশ বল দখলে রেখেও স্পারর্সরা গোল অভিমুখে শট নেন মাত্র একটি। বিপরীতে গোল অভিমুখে ৭টি শট নেয় আলকমার।
তবে শেষ পর্যন্ত কোন দলই আর গোলের দেখা না পাওয়ায় ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে টটেনহাম।
এদিকে রিয়াল সোসিয়াদের সাথে সমানে সমানে লড়াই করেছে আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
এদিন প্রথমার্ধে গোলশূণ্য থেকেই বিরতিতে যায় দু’দল। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধার বাড়াতে ধাকে তারা। তবে গোলের দেখা পেতে দু’দলকেই অপেক্ষ করতে হয়।
ম্যাচের ৫৭ তম মিনিটে লিড নেয় ম্যান ইউনাইটেড। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ‘রেড ডেভিলরা’। ম্যাচের ৭০ পেনাল্টি থেকে সমতায় ফেরে সোসিয়াদ।
এরপর আর কোন গোল না হওয়ায় ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। আগামী আগামী ১৪ মার্চ ওল্ড ট্রাফোডে ফিরতি লেগে সোসিয়াদের মুখোমুখি হবে ম্যান ইউনাইটেড।
আপনার মতামত লিখুন :