ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫

ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করলো ফিফা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০১:২০ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ‘ফুটবল বিশ্বকাপ’। যেকোনো টুর্নামেন্টের চেয়ে ছেলেদের এই জাকজমক আসরের প্রাইজমানিও ছিলো সবচেয়ে বেশি। তবে এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে। 

আগামী জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম আসর। বৃহস্পতিবার (৬ মার্চ) এই আসরের প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

৩২ দলের এই টুর্নামেন্টের প্রাইজমানির পরিমাণ অবাক করার মতো। কারণ এই প্রাইজমানি ২০২২ সালের কাতার বিশ্বকাপের প্রাইজমানির চেয়ে দ্বিগুণেরও বেশি!  
২০২২ সালে কাতার বিশ্বকাপের প্রাইজমানি ছিলো ৪৪ কোটি ডলার। আর ফিফা ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করা হয়েছে ১০০ কোটি ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ১৪১ কোটি টাকা।

ফিফার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ৩২ দল নিয়ে আয়োজিত এই ক্লাব বিশ্বকাপ থেকে ২০০ কোটি ডলার তথা আড়াই হাজার কোটি টাকা আয় হতে পারে। ফিফা কোনো অর্থ নিজেদের জন্য রাখবে না। ক্লাবগুলোকে পারফরম্যান্সের ভিত্তিতে প্রাইজমানি দেওয়া হবে এবং প্রতিটি ক্লাবের জন্য প্রাইজমানি নির্ধারিত থাকবে।

আগামী জুনে ৩২ দল নিয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের ১১টি শহরের ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ১৫ জুন মায়ামির হার্ডরক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ইন্টার মায়ামি মুখোমুখি হবে মিসরের আল আহলি ক্লাবের। ফাইনাল ম্যাচটি নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।