চলতি মৌসুম খুব একটা ভালো যাচ্ছে না ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির। এরই মধ্যে বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। রিয়াল মাদ্রিদের কাছে পাত্তায় পায়নি পেপ গার্দিওলার শিষ্যরা। ইংলিশ প্রিমিয়ার লিগেও (ইপিএল) খুব স্বাচ্ছন্দে নেয় গত ৫ মৌসুমের চ্যাম্পিয়নদের।
মাঠে দুর্দশাগ্রস্ত অবস্থার পর মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে সমালোচনা। সবশেষ বিতর্কিত কাণ্ডে দলটিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন জ্যাক গ্রিলিশ।
সম্প্রতি নিউক্যাসেলের এক বার থেকে মাতাল অবস্থায় বন্ধুদের সাথে বের হতে দেখা যায় ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। এমনটিই জানানো হয়েছে ইংলিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে।
এর আগেও এমন বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচনার মুখে পড়তে হয়েছে গ্রিলিশকে। ২০২৩ সালে সিটির ট্রেবল জয়ের উদযাপনেও তাকে দেখা গেছে অনেকটা মাতাল অবস্থায়।
গ্রিলিশের এমন কর্মকাণ্ডে সমালোচনার ঝড় বয়ছে স্যোশাল মিডিয়া জুড়ে। এনিয়ে সাবেক ইংলিশ ফুটবলার টেডি শেরিংহাম তো দাবি করেছেন, গ্রিলিশ নিজ হাতেই তার ক্যারিয়ারকে ঝুঁকিতে ফেলে দিচ্ছেন। এমনিতেই পারফরম্যান্সের বেহাল দশা, তার মাঝে এমন সব নেতিবাচক খবরে সমালোচনা জেঁকে ধরছে। যার প্রভাব পড়ছে তার পারফরম্যান্সেও।’
এদিকে, গ্রিলিশের পারফরম্যান্সের দিক থেকেও সিটি দলের জন্য চিন্তার বিষয়। চলতি মৌসুমে সিটির হয়ে এখন পর্যন্ত ২৬ ম্যাচ খেলেছেন গ্রিলিশ। যেখানে পাঁচ অ্যাসিস্টের পাশাপাশি করেছেন ২ গোল।
সিটির বাজে ফর্মের সময়ে এই ফুটবলারের এমন কাণ্ড বেশ বিব্রতকর অবস্থায় ফেলেছে পেপ গার্দিওলাকে। গুঞ্জন আছে, গ্রীষ্মকালীন দলবদলে গ্রিলিশকে বিক্রি করে ম্যানচেস্টারের ক্লাবটি।