ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

বেতন কমছে রোহিত-কোহলির

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ১১:১৯ এএম
ছবি: সংগৃহীত

গত বছর বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ৩০ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় রেখেছিল। যেখানে শীর্ষ গ্রেডে ছিলেন রোহিত-কোহলিদের মতো সেরা তারকা খেলোয়াড়রা। তবে এবার নতুন চুক্তিতে দুঃসংবাদ পেতে পারেন তারা।

জানা গেছে, চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির পর নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ হতে পারে বিসিসিআইয়ের পক্ষ থেকে। নতুন চুক্তিতে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজার মতো তারকা ক্রিকেটারদের গ্রেডে অবনতি হতে পারে। মূলত, কোহলি, রোহিত ও জাদেজা গত বছর টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় তাদের বেতন কমতে পারে বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

আগের চুক্তিতে জায়গা হয়েছিল না শ্রেয়াস আইয়ার ও ঈশান কিশানের মতো ক্রিকেটারদের। তবে তাদের সাম্প্রতিক ফর্ম দেখে আইয়ারকে নতুন চুক্তিতে অন্তর্ভুক্ত করা হতে পারে।

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে চারটি গ্রেড রয়েছে: গ্রেড এ প্লাস, এ, বি এবং সি। সর্বশেষ চুক্তিতে গ্রেড এ প্লাসে ছিলেন চার জন – কোহলি, রোহিত, জাদেজা ও জাসপ্রীত বুমরাহ। যেসব ক্রিকেটার তিনটি ফরম্যাটেই নিয়মিত খেলেন, তাদেরকে বেশি বেতন দেওয়া হয়, এজন্য এই চার ক্রিকেটার গ্রেড এ প্লাসে ছিলেন। কিন্তু কোহলি, রোহিত এবং জাদেজা টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় তাদের গ্রেডে পরিবর্তন আসতে পারে।

কোন ক্রিকেটারকে কোন গ্রেডে রাখা হবে, সেটি চ্যাম্পিয়ন্স ট্রফির পর চূড়ান্ত করা হবে। বোর্ড কর্তারা চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্স দেখে কিছু ক্রিকেটারের গ্রেড ঠিক করবেন।

সর্বশেষ চুক্তি অনুযায়ী, গ্রেড এ-তে ছিলেন ৬ জন, গ্রেড বি-তে ৫ জন এবং গ্রেড সি-তে ১৫ জন ক্রিকেটার ছিলেন। এছাড়া, পাঁচজন পেসারকে আলাদাভাবে চুক্তিভুক্ত করা হয়েছিল, তারা হলেন আকাশ দীপ, ইয়াশ দয়াল, উমরান মালিক, বিজয়কুমার বশাক এবং ভি কাভেরাপ্পা।