চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি বর্তমানে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ভারত ছাড়া অন্য দলগুলোকে দুইটি দেশে খেলতে হচ্ছে। এর ফলে ভারত ছাড়া অন্যান্য দলগুলোকে ভ্রমণ করতে হচ্ছে একাধিক ভেন্যুতে। তবে ভারত একটিমাত্র ভেন্যুতে খেলার সুবিধা পাচ্ছে।
ভারতের এই বাড়তি সুবিধা নিয়ে ইতোমধ্যেই আইসিসির সমালোচনা করেছেন অনেক ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে ভারতের ব্যাটিং কোচ সিতানশু কোটাক এসব বিতর্ক একেবারেই অস্বীকার করেছেন।
ফাইনালের আগে ভারতের বাড়তি সুবিধার বিষয়ে তিনি বলেন, “আমি তো বুঝতেই পারছি না, এখানে বাড়তি সুবিধা কী আছে এবং আমরা কী সুবিধা পেয়েছি। সূচি তো আগেই চূড়ান্ত হয়েছিল। ভারত যখন টানা চারটি ম্যাচ জিতেছে, তখন সবাই বাড়তি সুবিধার কথা বলছে।”
তিনি আরও বলেন, “টুর্নামেন্টের সূচি শুরু থেকেই এমন ছিল, কিছুই বদলানো হয়নি। আমরা ফাইনালে পৌঁছেছি, তাই যদি কেউ বাড়তি সুবিধার কথা বলে, তাহলে সেটা খুবই অযৌক্তিক। খেলাটা এভাবেই হয়, সূচি অনুযায়ী। বাড়তি সুবিধার কিছু নেই, ভালো খেলেই জিততে হয়।”
ভারত একই স্টেডিয়ামে খেললেও আলাদা আলাদা উইকেটে খেলার কথা জানিয়েছেন ব্যাটিং কোচ। তিনি বলেন, “জানি এসবের জবাব কীভাবে দিতে হয়। শেষমেশ, ভালো ক্রিকেট খেলেই জিততে হয়। যদি ভালো না খেলেন, তাহলে অভিযোগ করে লাভ নেই। কোনো দল ভালো খেলার পর যদি বাড়তি সুবিধার কথা বলে, সেটা মানা যায় না।”
“হ্যাঁ, আমরা এখানে অনুশীলন করছি, ম্যাচ খেলছি, কিন্তু খেলা হচ্ছে ভিন্ন উইকেটে। সূচি এভাবেই ঠিক করা হয়েছে। এখানে তো কিছু করার নেই। এমন নয় যে, আমরা এখানে আসার পর কন্ডিশন বদলে গিয়েছে,” যোগ করেন তিনি।
আপনার মতামত লিখুন :