এ বছর শুরুতেই তিন ফরম্যাটে অধিনায়কত্ব করার পর প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। এর ফলে নতুন অধিনায়ক খুঁজতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই পদে প্রধান দাবিদার হিসেবে উঠে এসেছে ওপেনার লিটন দাসের নাম।
শান্ত টেস্ট এবং ওয়ানডে দলের অধিনায়কত্ব চালিয়ে যেতে ইচ্ছুক, তবে টি-টোয়েন্টি ফরম্যাটে দীর্ঘমেয়াদী অধিনায়ক খুঁজছে বিসিবি। এ বিষয়ে আজ (শনিবার) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ।
তিনি বলেন, “আমরা খুব শিগগিরই সিদ্ধান্ত নেব। ইতোমধ্যে কয়েকজন ক্রিকেটার টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছে এবং তারা এখনো দলে আছেন। তাদের মধ্য থেকে কাউকে অধিনায়ক বানানোর চেষ্টা করব।” বিসিবি সভাপতির এই মন্তব্য থেকে স্পষ্ট হয় যে, লিটন দাস নতুন অধিনায়ক হতে পারেন।
সাকিব আল হাসান দায়িত্ব ছাড়ার পর শান্ত টি-টোয়েন্টি দলের নেতৃত্বে আসেন, কিন্তু তার অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ নেতৃত্ব দিয়ে দলকে সামলেছেন লিটন। তার নেতৃত্বগুণ নিয়ে প্রশংসা করা হয়েছিল। তাই বিসিবির নতুন পরিকল্পনায় তার নামই শীর্ষে রয়েছে।
সাংবাদিকদের সাথে কথোপকথনে বিসিবি সভাপতির কাছে দলের পুনর্গঠন নিয়ে প্রশ্ন ওঠে। সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম রঙিন পোশাকের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ওয়ানডে ফরম্যাট দিয়ে, আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গও উঠছে। তাহলে কি নতুন করে দল সাজানো হবে?
এ প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, “আমাদের লক্ষ্য থাকবে ভালো কিছু করা। ক্রিকেটারদের জন্য একটি পরিকল্পনা তৈরি হবে, যা অনুসারে তারা কাজ করবে। আমি যখন ২০০৭ সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম, তামিম, সাকিব, মুশফিক সবাই আলোচনায় এসেছিলেন। বোর্ড থেকে একটি পলিসি দেওয়া হবে, যা ক্রিকেট অপারেশন্সের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে আমাদের ক্রিকেটকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়।”