ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫

অবসর নিচ্ছেন রোহিত, ভারতের পরবর্তী অধিনায়ক কে?

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৪:২২ পিএম
ছবি: সংগৃহীত

আগামী রোববার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে। টানা তৃতীয়বারের মতো ফাইনালে খেলতে যাচ্ছে ভারত। তবে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে নতুন করে আলোচনায় এসেছে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। যদি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত হেরে যায়, তবে রোহিত ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে পারেন।

বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, যদি ভারত নিউজিল্যান্ডের কাছে হেরে যায়, তাহলে রোহিত তার অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। তবে, ভারত যদি জয়ী হয়, তাহলে রোহিতের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।

ভারত যদি ফাইনালে জয়ী হয়, তবে শোনা যাচ্ছে যে, রোহিত কেবল খেলোয়াড় হিসেবে ওয়ানডে ক্রিকেটে থাকতে পারেন। আর এমন গুঞ্জনের পর, টিম ইন্ডিয়ার পরবর্তী অধিনায়ক কে হবেন, এ নিয়ে চলছে নানা আলোচনা। এই গুঞ্জনে দুটি নাম উঠে এসেছে— হার্দিক পান্ডিয়া ও শুভমান গিল।

সাম্প্রতিক সময়ে রোহিতের ব্যাটিং ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না। চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে তার সর্বোচ্চ রান ছিল ৪১, যা তিনি বাংলাদেশ দলের বিপক্ষে করেছিলেন।

রোহিতের ফর্ম নিয়ে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনিল গাভাস্কার বলেন, “আক্রমণাত্মকভাবে খেলা এক বিষয়, কিন্তু ২৫-৩০ ওভার ব্যাট করতে হলে কিছুটা বিচক্ষণতা থাকা জরুরি। একজন ব্যাটসম্যান হিসেবে আপনি কি ২৫-৩০ রান করেই খুশি থাকবেন? এমন হওয়া উচিত নয়।”

তিনি আরও বলেন, “যদি রোহিত ২৫ ওভারও ব্যাট করে, তাহলে ভারতের রান ১৮০-২০০ এর কাছাকাছি থাকবে। এরপর বাকি ওভারগুলোতে মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা ভালো সংগ্রহ করতে পারবে।”

উল্লেখ্য, রোহিত শর্মা একমাত্র অধিনায়ক, যিনি আইসিসির সব বড় টুর্নামেন্টে— ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ— দলকে নেতৃত্ব দিয়েছেন।