ধর্ষক সম্পর্কে ক্রিকেটার শরিফুলের বার্তা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৮:৫৩ এএম

ধর্ষক সম্পর্কে ক্রিকেটার শরিফুলের বার্তা

ছবি: সংগৃহীত

সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। বিশেষত মাগুরায় আট বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দেশের বিভিন্ন স্তরের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে অনেকেই রাজপথে নেমে এসেছেন এবং একই দাবি তুলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার শরিফুল ইসলাম।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বাঁ-হাতি এই পেসার লিখেছেন, “আজকের সমাজে ধর্ষণ একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু একজন নারী বা শিশুর জীবনই ধ্বংস করে না, পুরো সমাজকে কলঙ্কিত করে। আমাদের সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে এবং ধর্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাতে হবে।”

তারপর তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”

সাধারণত শরিফুল দেশের যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনায় সরব হন। এর আগে, তিনি নিজের এলাকায় বিভিন্ন বয়সীদের মাদকাসক্তি নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন।

এদিকে, মাগুরায় সম্প্রতি বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণের শিকার হতে হয়েছে। ওই ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, গত কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে যেমন ঠাকুরগাঁও, চট্টগ্রাম, মুন্সীগঞ্জ, কুমিল্লা ও মৌলভীবাজারে ধর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রতিবাদে দেশব্যাপী সাধারণ মানুষ, বিশেষত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন করছেন এবং ধর্ষকদের প্রকাশ্যে ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।

আরবি/এফআই

Link copied!