দুর্ভাগ্য যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না ম্যানচেস্টার সিটির। পেপ গার্দিওলার মতো অভিজ্ঞ কোচকেও এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
এমন পরিস্থিতিতে শনিবার রাতে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ১-০ গোলে হারতে হলো সিটিজেনদের।
দলের এমন কন্ডিশনে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা এবার ম্যানচেস্টার সিটির পক্ষে সম্ভব নয়, এমন বাস্তবতাকে মেনে নিয়েছে কোচ, কর্মকর্তা এবং ফুটবলাররা। তবে এখন তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকা।
মৌসুমের শুরুতে সিটিজেনরা ভালোভাবেই এগিয়ে ছিল এবং তিন নম্বর স্থানে অবস্থান করছিল। কিন্তু নটিংহ্যামের কাছে হেরে তারা আবারও চারে নেমেছে, আর নটিংহ্যাম উঠেছে তিনে।
এদিন দ্য সিটি পার্কে ম্যাচটি গোলশূন্য ড্রয়ের দিকে যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে, ৮৩তম মিনিটে ক্যালাম হাডসন ওদোই গোল করে নটিংহ্যাম ফরেস্টকে জয় এনে দেন।