ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫

‘টাকার জন্য ভারতের বিপক্ষে বাজে খেলেছেন ম্যাক্সওয়েল’

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৯:৩১ এএম
ছবি: সংগৃহীত

সম্প্রতি অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন পাকিস্তানি সাংবাদিক নাসিম রাজপুত। তিনি দাবি করেছেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বাজে খেলেছেন ম্যাক্সওয়েল। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘আজ টিভি’তে তিনি এই অভিযোগ করেন।

রাজপুত বলেন, “গত মঙ্গলবার সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে যখন ম্যাক্সওয়েল খেলছিলেন, তখন তাকে দেখে মনে হচ্ছিল যে, তিনি অস্ট্রেলিয়ার হয়ে নয়, যেন আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলছেন।”

তিনি আরও বলেন, “ম্যাক্সওয়েল যেভাবে আউট হলো, তাতে মনে হলো তিনি ইচ্ছাকৃতভাবে খারাপ খেলেছেন। এক বল আগে ছক্কা মারার পর পরই সেই বলটা এমনভাবে খেললেন যে ব্যাট ছিটকে গেল। এরপর বিরাট কোহলির সহজ ক্যাচও মিস করলেন।”

পাকিস্তানি সাংবাদিকের দাবি, ম্যাক্সওয়েল আসলে ভারতের বিরুদ্ধেই বাজে খেলার চেষ্টা করেছিলেন, কারণ তার আইপিএলের জন্য আকর্ষণীয় চুক্তি রয়েছে। তিনি বলেন, “আইপিএলে লোভনীয় চুক্তি পাওয়া যায়, যা অনেক ক্রিকেটারের মনোযোগ টানে। সেই কারণে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলার তুলনায় আইপিএলের লাভজনক চুক্তি হয়তো অনেকের কাছে বেশি গুরুত্বপূর্ণ।”

নাসিম রাজপুত আরও বলেন, “এত বড় খেলোয়াড়ের এত বড় ম্যাচে খারাপ দিন! ম্যাক্সওয়েল ভারতের বিরুদ্ধে ভালো খেলতে পারেনি, এখনো পর্যন্ত তাকে কখনো ভারতের বিরুদ্ধে ভালো খেলতে দেখিনি।”