শিরোপার পথে আরও এক ধাপ এগোলো লিভারপুল

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৯:৪৬ এএম

শিরোপার পথে আরও এক ধাপ এগোলো লিভারপুল

ছবি: সংগৃহীত

ইয়ুর্গেন ক্লপের বিদায়ের পর অনেকেই ধারণা করেছিলেন যে, লিভারপুলের পারফরম্যান্স ধীরে ধীরে খারাপ হতে থাকবে।  তবে আরনে স্লট তার কোচিংয়ে ভিন্ন এক শৈলী উপস্থাপন করেছেন, যা ইতোমধ্যে সবার চোখে পড়তে শুরু করেছে। যার ফলস্বরূপ এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে লিভারপুল অনেক দূর এগিয়ে গেছে।

শনিবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সঙ্গে ১৬ পয়েন্টের ব্যবধান তৈরি করেছে লিভারপুল। ২৯ ম্যাচে লিভারপুলের পয়েন্ট এখন ৭০, অন্যদিকে আর্সেনাল ২৭ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আজ রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আর্সেনাল খেলবে, এই ম্যাচটি জিততে পারলে তারা পয়েন্টের ব্যবধান ১৩-এ নামিয়ে আনতে পারবে।

সাউদাম্পটনের বিপক্ষে লিভারপুলের হয়ে দুটি গোল করেছেন মোহাম্মদ সালাহ, আর অন্য গোলটি করেন ডারউইন নুনিয়েজ। সাউদাম্পটনের হয়ে একমাত্র গোলটি করেন উইলিয়াম স্মলবোন।

আরবি/এফআই

Link copied!