আজ চ্যাম্পিয়ন্স ট্রফির বহুল প্রতীক্ষিত ফাইনাল। রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। এতে লড়বে টানা তৃতীয়বার ফাইনালে ওঠা ভারত ও ২৫ বছর ধরে এই টুর্নামেন্টের শিরোপা জয়ের আক্ষেপ ঘোচানোর লক্ষ্যে থাকা নিউজিল্যান্ড।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইবার শিরোপা জিতেছে ভারত—২০০২ এবং ২০১৩ সালে। এবার তারা চায় তৃতীয় শিরোপা। অন্যদিকে, নিউজিল্যান্ডের একমাত্র শিরোপাটি এসেছে ২০০০ সালে, যা তাদের ওয়ানডে ইভেন্টের একমাত্র বৈশ্বিক সাফল্য। এরপর তারা ২৫ বছর ধরে কোনো বড় টুর্নামেন্টে শিরোপা জেতেনি।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এবং নিউজিল্যান্ড গ্রুপ পর্বে একে অপরকে মোকাবিলা করেছিল। সেখানে ভারত জয়ী হয়ে টুর্নামেন্টে তাদের অপরাজিত অবস্থান নিশ্চিত করেছে। তবে, নিউজিল্যান্ডের বর্তমান ফর্ম অনেক শক্তিশালী এবং তারা ফাইনালে উঠে ভারতকে চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা ফাইনাল নিয়ে বলেছেন, “আমরা আরও একটি ফাইনালে খেলতে যাচ্ছি। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করা। নিউজিল্যান্ড দুর্দান্ত খেলছে, তাদের সমীহ করতে হবে। তবে আমাদের সতর্কতার সঙ্গে ভালো ক্রিকেট খেলতে হবে।”
এর আগে, ২০১৩ সালে ভারতে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। ২০০২ সালে বৃষ্টির কারণে শ্রীলঙ্কার সঙ্গে ফাইনাল পরিত্যক্ত হওয়ায় ভারত যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৭ সালে পাকিস্তান ভারতের বিরুদ্ধে শিরোপা জিতেছিল।
নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার বলেছেন, “আমরা এখন পর্যন্ত ভালো ক্রিকেট খেলেছি। ভারতকে হারাতে হলে আমাদের তাদের চেয়েও ভালো খেলতে হবে। শিরোপা জেতার জন্য পুরো দল উন্মুখ।”
ভারত এবং নিউজিল্যান্ড এখন পর্যন্ত একে অপরের বিরুদ্ধে ১১৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে, যেখানে ভারত ৬১টি এবং নিউজিল্যান্ড ৫০টি ম্যাচে জয় লাভ করেছে। আইসিসি ইভেন্টে এই দুই দল ১২ বার একে অপরকে মুখোমুখি হয়েছে, যেখানে প্রতিটি দল ৬টি ম্যাচে জয়ী হয়েছে।
এখন দেখার পালা আজকের ম্যাচে ভারতের শক্তি কাজে দেয়, নাকি বুদ্ধিতে বাজিমাত করবে কিউইরা?
আপনার মতামত লিখুন :