বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল

ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ ‘টাই’ হলে কী হবে?

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ১২:৪৬ পিএম

ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ ‘টাই’ হলে কী হবে?

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির বহুল প্রতীক্ষিত ফাইনাল আজ। রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। এতে লড়বে টানা তৃতীয়বার ফাইনালে ওঠা ভারত ও ২৫ বছর ধরে এই টুর্নামেন্টের শিরোপা জয়ের আক্ষেপ ঘোচানোর লক্ষ্যে থাকা নিউজিল্যান্ড।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে চারদিকে চলছে নানা বিশ্লেষণ। সেই ধারাবাহিকতায় এবার প্রশ্ন উঠেছে, যদি আজকের এই ম্যাচ টাই হয়, তবে কীভাবে ফল নির্ধারণ হবে?

জানা গেছে, এক্ষেত্রে কিছু নতুন নিয়ম প্রযোজ্য হবে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ টাই হওয়ার পর নিয়ম পরিবর্তন করেছে আইসিসি। যার ফলে এবার যদি ফাইনাল ম্যাচ সুপার ওভারে গড়ায়, সেক্ষেত্রে ম্যাচের ফল নির্ধারিত না হওয়া পর্যন্ত সুপার ওভার বাড়তেই থাকবে।

এবারের নিয়ম অনুযায়ী, একমাত্র বাউন্ডারি বেশি মারার ভিত্তিতে বিজয়ী ঘোষণা করা হবে না। সুপার ওভারে যদি দুই দলই সমান রান করে, তবে আরও একাধিক সুপার ওভার খেলা হবে, যতক্ষণ না পর্যন্ত একটি দল জয়ী হয়।

এ ছাড়া, যদি বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে যায়, তবে রিজার্ভ ডে হিসেবে ম্যাচ পরের দিন, অর্থাৎ সোমবার অনুষ্ঠিত হবে। তবে যদি সেদিনও খেলা সম্ভব না হয়, তখন আইসিসি নিয়ম অনুযায়ী দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করবে, ঠিক যেমনটা ২০০২ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে হয়েছিল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে।

তবে, বর্তমানে আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, রোববার দুবাইয়ের আবহাওয়া রৌদ্রউজ্জ্বল ও ঝলমলে থাকার সম্ভাবনা রয়েছে, তাই বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আশঙ্কা খুবই কম।

আরবি/এফআই

Link copied!