বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

‘পাকিস্তানে যেতে না পারা ভারতীয়দের জন্য দুঃখজনক’

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০১:১৮ পিএম

‘পাকিস্তানে যেতে না পারা ভারতীয়দের জন্য দুঃখজনক’

ছবি: সংগৃহীত

আজ পর্দা নামছে চ্যাম্পিয়ন্স ট্রফির। এদিন শিরোপা নির্ধারণী ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড।

এবারের আসরে পুরো টুর্নামেন্টে ভারতের এক ভেন্যুতে খেলার সুবিধা পাওয়া নিয়ে একাধিক মন্তব্য শোনা গেছে। ফাইনালের আগে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার মতে, পাকিস্তানের উইকেটে রানবন্যা হয় এবং সেখানে ভারতীয় ব্যাটসম্যানদের খেলতে না পারাটাই দুঃখজনক।

সৌরভ জানান, ভারতীয় দল ইচ্ছা করে পাকিস্তানে খেলতে যায়নি বা নিজেদের পছন্দে দুবাইতে খেলছে, বিষয়টা এমন নয়। বরং ভারতের সরকার পাকিস্তানে যাওয়ার জন্য খেলোয়াড়দের অনুমতি দেয়নি। এর ফলে ভারতীয় দলকে বাইরে খেলতে হয়েছে। সৌরভ বলেন, “কিসের পছন্দ? ভারত তো নিজেদের ইচ্ছায় সব ম্যাচ দুবাইয়ে খেলতে চায়নি। তারা পাকিস্তানে যেতে পারছে না, ভারতের সরকার অনুমতি দিচ্ছে না। এজন্য তারা দুবাইয়ে খেলছে, এটা তো ভারতীয় দলের হাতে নেই।”

ভারতীয় ব্যাটসম্যানদের দুঃখের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি বলতে পারি, ভিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ারের মতো ব্যাটসম্যানদের খারাপ লাগছে লাহোর ও করাচির মতো উইকেটে খেলতে না পেরে। অন্যান্য দল যেখানে ৩৫০ রান করছে, ইংল্যান্ড সাড়ে তিনশ করেছে, অস্ট্রেলিয়া তাড়া করে জিতেছে, নিউজিল্যান্ড ৩৬০ করেছে। অথচ দুবাইয়ে ২৪০-২৫০ রান হচ্ছে। কোহলি, রোহিত, শ্রেয়াস, শুভমান গিলরা ভাবছেন, দুবাইয়ে এমন উইকেট কেন পেলাম না? যদি পেতাম, তবে তিন-চারটি সেঞ্চুরি হয়ে যেত। পাকিস্তানে যেতে না পারার জন্য ভারতই সুযোগ হারাচ্ছে নিষ্প্রাণ উইকেটে খেলতে।”

সৌরভ আরও জানান, গত দুই আইসিসি ইভেন্টে ভারত প্রচুর ভ্রমণ করেছে এবং তবুও তারা একটি শিরোপা জিতেছে। তিনি ২২ বছর আগের বিশ্বকাপের উদাহরণ দিয়ে বলেন, “ভারত ২০০৩ বিশ্বকাপে ৯টি ভিন্ন শহরে খেলেছিল। গত বছর ওয়েস্ট ইন্ডিজে গিয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছে, প্রায় হাফ ডজন ভেন্যুতে খেলে।”

তিনি আরও বলেন, “২০০৩ বিশ্বকাপে আমি অধিনায়ক ছিলাম, তখন ইংল্যান্ড জিম্বাবুয়ে সফরে যায়নি। তারা জিম্বাবুয়েকে পয়েন্ট দিয়ে দিয়েছে, কারণ সেখানে গিয়ে খেলবে না। তাই, প্রতিটি দেশেরই নিজস্ব নিয়মনীতি রয়েছে এবং আমি মনে করি, পাকিস্তান সফরে না যাওয়ার জন্য ভারতীয় দল ও সরকারের কোনো ভুল নেই।”

আরবি/এফআই

Link copied!