শেষের পথে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। রোববার (৯ মার্চ) ভারত ও নিউজিল্যান্ডের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে এই আন্তর্জাতিক আসরের। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
শিরোপা নির্ধারণী ম্যাচটি নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। ফাইনালের আগে গ্রুপপর্বে এই দুই দল মুখোমুখি হয়েছিল, যেখানে ভারত জয় পেয়েছিল। এবার নিউজিল্যান্ডের সামনে সুযোগ রয়েছে প্রতিশোধ নেওয়ার।
একদিনের ক্রিকেটে দুই দলের পরিসংখ্যান ভারতের পক্ষে। এখন পর্যন্ত ১১৯ বার মুখোমুখি হয়েছে দুই দল, যেখানে ভারত জিতেছে ৬১টি ম্যাচে, নিউজিল্যান্ড ৫০টি। একটি ম্যাচ টাই হয়েছে এবং সাতটি পরিত্যক্ত।
আসুন, দেখা যাক দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে-
ফাইনালে, উভয় দলের একাদশে তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না হয়তো। সেমিফাইনালের একাদশ নিয়েই খেলবে ফাইনাল। ভারতের একাদশে চার স্পিনার থাকবেন, সঙ্গে দুই পেসার মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। স্পিন আক্রমণে থাকবেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং গ্রুপপর্বে নিউজিল্যান্ড ও সেমিতে অস্ট্রেলিয়াকে ভেলকি দেখানো বরুণ চক্রবর্তী।
নিউজিল্যান্ডের একাদশও থাকতে পারে সেমিফাইনালের মতো। তিন পেসার— কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইলিয়াম ও`রুর্কি— থাকবেন বোলিং আক্রমণে। ঘূর্ণি স্পিনার হিসেবে অধিনায়ক মিচেল স্যান্টনারের সঙ্গে থাকবেন গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্র।
ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক)
শুবমান গিল
বিরাট কোহলি
শ্রেয়াস আইয়ার
অক্ষর প্যাটেল
লোকেশ রাহুল (উইকেটরক্ষক)
হার্দিক পান্ডিয়া
রবীন্দ্র জাদেজা
মোহাম্মদ শামি
বরুণ চক্রবর্তী
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ:
উইল ইয়ং
রাচিন রবীন্দ্র
কেন উইলিয়ামসন (অধিনায়ক)
ড্যারিল মিচেল
টম লাথাম (উইকেটরক্ষক)
গ্লেন ফিলিপস
মাইকেল ব্রেসওয়েল
মিচেল স্যান্টনার
কাইল জেমিসন
ম্যাট হেনরি
উইলিয়াম ও’রুর্কি
আপনার মতামত লিখুন :