ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ইতিহাস গড়েছে প্রাইম ব্যাংক। টুর্নামেন্টে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজেদের করে নিয়েছে তারা।
রোববার (৯ মার্চ) মিপুরে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামে প্রাইম ব্যাংক। শুরুতে ব্যাটিং এ নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪২২ রান সংগ্রহ করে তারা। যা ডিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
প্রাইম ব্যাংকের হয়ে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন নাঈম শেখ। ১২৫ বল খেলে ১৭৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ইনিংসটি সাজানো ছিল ১৮টি চার ও ৮টি ছক্কায়।
এদিন টস হেরে ব্যাট করতে নামা প্রাইম ব্যাংকের হয়ে ভালোই শুরু করেন সাব্বির হোসেন ও নাঈম শেখ। তবে একের পর এক ব্যাটার আউট হয়ে সাজঘরে ফিরলেও লড়াই চালিয়ে যান তিনি। সেঞ্চুরি করতে তিনি সময় নেন ৮০ বল।
ডিপিএলে এতদিন সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ছিল আবাহনীর দখলে, ২০১৮ সালে ৩৯৩ রান। এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছে প্রাইম ব্যাংক।
আপনার মতামত লিখুন :