চ্যাম্পিয়ন্স ট্রফি

কিউইদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ভারতীয় স্পিনাররা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৪:৫৫ পিএম

কিউইদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ভারতীয় স্পিনাররা

ছবি: সংগৃহীত

আজ চ্যাম্পিয়ন্স ট্রফির বহুল প্রতিক্ষিত ফাইনাল। রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। এতে লড়বে টানা তৃতীয়বার ফাইনালে ওঠা ভারত ও ২৫ বছর ধরে এই টুর্নামেন্টের শিরোপা জয়ের আক্ষেপ ঘোচানোর লক্ষ্যে থাকা নিউজিল্যান্ড।

শিরোপা নির্ধারনি এই ম্যাচে দারুণ শুরু করেছে টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড। সেমিফাইনালে দলের সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্র ও ওপেনার ইয়ং ভালো শুরু এনে দেয় দলটিকে। তবে সে ধারা বেশিক্ষণ বজায় ছিলো না। ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে নাস্তানাবুদ হয়েছে কিউইরা। 

ইয়ং-রবীন্দ্রের ভালো শুরুর পর দলীয় ৫৭ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। বরুণ চক্রবর্তীর বলে ‘লেগ বিফোরে’ কাটা পড়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর কুলদ্বীপ যাদব ফেরান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্রকে। ব্যক্তিগত খাতায় ৩৭ রান যোগ করে ফেরেন তিনি।

 

এরপর থিতু হতে পারেননি দ্বিতীয় সেমিফাইনালের আরেক সেঞ্চুরিয়ান কেইন উইলিয়ামসনও। ১৪ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন এই অভিজ্ঞ ব্যাটার। উইলিয়ামসনের বিদায়ের পর জুটি গড়ার চেষ্টা করেন টম ল্যাথাম এবং ডেরি মিচেল। 

তবে সেটি চেষ্টাও ব্যর্থ হয়। অভিজ্ঞ বোলার রবীন্দ্র জাদেজার বলে সুইপ খেলতে গিয়ে ‘লেগ বিফোরের’ শিকার হয়ে মাঠ ছাড়েন টম ল্যাথাম। এরপর ডেরি মিচেলকে সঙ্গ দেয়া গ্লেন ফিলিপকে ফেরান বরুণ চক্রবর্তী। ১৬৫ রানের সময় সাজঘরে ফেরেন তিনি।

ছবি: বরুণ চক্রবর্তীর বলে  আউট গ্লেন ফিলিপ 

এই প্রতিবেদন লেখার সময় ৪০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান তুলেছে কিউইরা। 

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।

নিউজিল্যান্ডের একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, মার্ক চাপম্যান, টম লাথাম, গ্লেন ফিলিপ্স, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, নাথান স্মিথ ও কাইল জেমিসন।
 

আরবি/আরডি

Link copied!