প্রথম ম্যাচ হেরেই বাদ জকোভিচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৫:৫৭ পিএম

প্রথম ম্যাচ হেরেই বাদ জকোভিচ

ছবি: সংগৃহীত

সময়ের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচ। তার ঝুলিতে রয়েছে ২৪টি গ্রান্ডস্লাম। এছাড়া জিতেছেন অসংখ্য আন্তর্জাতিক ট্রফি। সেই জকোভিচই এবার প্রথম ম্যাচ হেরেই বাদ পড়েছেন টুর্নামেন্ট থেকে। 

শনিবার (৮ মার্চ) ইন্ডিয়ান এটিপি মাস্টার্স টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বোটিক ভ্যান ডিড জান্ডশুপের বিরুদ্ধে হেরে বিদায় নিয়েছেন জকোভিচ। এদিন ২-৬, ৬-৩, ১-৬ গেমে হেরে যান তিনি। 

যদিও হারের পর জকোভিচ বলেছেন, ‘কোনও অজুহাত দেব না। খারাপ খেলেছি। কোর্টে এমন খেললে ভাল লাগে না। আমার প্রতিপক্ষকে অভিনন্দন। দিনটা খারাপ ছিল।’

উল্লেখ্য, গত বছর ইউএস ওপেনে কার্লোস আলকারাজকে হারিয়ে দিয়েছিলেন জান্ডশুপ। ডেভিস কাপে রাফায়েল নাদালকে হারিয়েছিলেন তিনি। 

জকোভিচকে হারানোর পর জান্ডশুপ বলেছেন, ‘পুরো ম্যাচে মাথা ঠান্ডা রাখতে পেরেছি। খেলতে নেমে মাথা গরম করে ফেললে সমস্যায় হয়। বিশেষ করে যদি বিপক্ষে বড় খেলোয়াড় থাকে। আমি তাই সব সময় মাথা ঠান্ডা রাখার চেষ্টা করি।’
 

আরবি/আরডি

Link copied!