ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের মামুলি সংগ্রহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৬:৩০ পিএম
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মহারণ চলছে দুই প্রতিপক্ষ ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে। যেখানে টস জিতে ব্যাটিং এ নেমে ভারতকে ২২২ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে  নিউজিল্যান্ড। 

আজ রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৩টায় মুখোমুখি হয় দুই দল। টস জিতে ব্যাটিং এ নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ২২২ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে কিউইরা। 

শিরোপা নির্ধারনি এই ম্যাচে দারুণ শুরু করেছে টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। এরপর সেমিফাইনালে দলের সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্র ও ওপেনার ইয়ং ভালো শুরু এনে দেয় দলটিকে। তবে সে ধারা বেশিক্ষণ বজায় ছিলো না। ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে নাস্তানাবুদ হয়েছে কিউইরা। 

ইয়ং-রবীন্দ্রের ভালো শুরুর পর দলীয় ৫৭ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। বরুণ চক্রবর্তীর বলে ‘লেগ বিফোরে’ কাটা পড়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর কুলদ্বীপ যাদব ফেরান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্রকে। ব্যক্তিগত খাতায় ৩৭ রান যোগ করে ফেরেন তিনি। 

এরপর থিতু হতে পারেননি দ্বিতীয় সেমিফাইনালের আরেক সেঞ্চুরিয়ান কেইন উইলিয়ামসনও। ১৪ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন এই অভিজ্ঞ ব্যাটার। উইলিয়ামসনের বিদায়ের পর জুটি গড়ার চেষ্টা করেন টম ল্যাথাম এবং ডেরি মিচেল। 

তবে সেটি চেষ্টাও ব্যর্থ হয়। অভিজ্ঞ বোলার রবীন্দ্র জাদেজার বলে সুইপ খেলতে গিয়ে ‘লেগ বিফোরের’ শিকার হয়ে মাঠ ছাড়েন টম ল্যাথাম। এরপর ডেরি মিচেলকে সঙ্গ দেয়া গ্লেন ফিলিপকে ফেরান বরুণ চক্রবর্তী। ১৬৫ রানের সময় সাজঘরে ফেরেন তিনি। 

এরপর মিচেল ব্রাকওয়েলকে সঙ্গে নিয়ে এগিয়ে যান ডেরি মিচেল। তবে দলীয় ২১১ ও ব্যক্তিগত ৬৩ ডেরি মিচেল সাজঘরে ফিরলে একাই লড়াই করে মিচেল ব্রাকওয়েল। 

শেষ পর্যন্ত ব্লাকওয়েলের ৪০ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে কিউইরা। 

ভারতের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী ও কুলদ্বীপ যাদব। আরেক স্পিনার রবীন্দ্র জাদেজা নেন ১টি উইকেট। আর মোহাম্মদ শামির ঝুলিতে যায় ১টি উইকেট।