কোহলির সামনে রেকর্ড ভাঙার হাতছানি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৭:১০ পিএম

কোহলির সামনে রেকর্ড ভাঙার হাতছানি

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। যেখানে ম্যাচ জিততে ভারতের প্রয়োজন মাত্র ২৫২ রান। এ ম্যাচে ভারতীয় ব্যাটার বিরাট কোহলির ব্যাট থেকে মাত্র ৪৬ রান আসলেই তিনি গড়বেন নতুন রেকর্ড। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার ক্রিস গেইলের। এই টুর্নামেন্টে ১৭ ম্যাচ খেলে ৭৯১ রান করেছেন এই ক্যারিবিয় ব্যাটার। আর অন্যদিকে সমান ১৭টি ম্যাচ খেলে বিরাট কোহলি করেছেন ৭৪৬ রান। সে হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রান করলেই তিনি টপকে যাবেন গেইলকে।

রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। যেখানে ভারতকে ২৫২ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে কিউইরা। 

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত ২১৭ রান করেছেন কোহলি। অন্যদিকে ২৬৩ রান করে শীর্ষে আছেন কিউই ব্যাটার রাচিন রবীন্দ্র। তাকে টপকাতে কোহলির প্রয়োজন ৪৭ রান। 

এছাড়াও এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় স্থানে ওঠার সুযোগও আছে কোহলির কাছে। ওয়ানডে ক্রিকেটে কোহলি ১৪,১৮০ রান করেছেন। দ্বিতীয় স্থানে থাকা কুমার সঙ্গকারা ১৪,২৩৪ রান করেছেন। তাঁকে টপকাতে হলে কোহলির চাই ৫৫ রান। তা হলেই দ্বিতীয় স্থানে উঠে আসতে পারবেন তিনি।
 

আরবি/আরডি

Link copied!